ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

গণ্ডার হয়ে গেছি, নিন্দা এখন গায়ে লাগে না: ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১:০

সাহসী অবয়বে ক্যামেরার সামনে আসা, অকপটে মনের কথা বলা কিংবা চিরায়ত গণ্ডি ভেদ করে নতুন কিছু করার জন্য প্রায়ই নিন্দার শিকার হন নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই এসব মোকাবিলা করে আসছেন তিনি। তাই এখন অনেকটাই সয়ে গেছে। এজন্য নিজেকে ‘গণ্ডার’ মনে করেন নায়িকা!

মঙ্গলবার (৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমের লাইভে অংশ নেন নুসরাত ফারিয়া। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় নেটিজেনদের সমালোচনা, ট্রল ইত্যাদি বিষয়ে। জবাবে ফারিয়া বলেন, ‘আমি গণ্ডার হয়ে গেছি। এখন আর কোনো ট্রল গায়ে লাগে না। আমি আর পাত্তাও দিই না। নিজের কাজ করে যাচ্ছি। আমি শুধু ভাবি যারা এই ট্রল করেন তারা কতখানি বেকার। তবে আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন থেকেই সোশ্যাল মিডিয়ার বিশাল প্রভাব। তাই এগুলো জেনে বুঝেই ক্যারিয়ার শুরু করেছি।’

সম্প্রতি প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান ‘হাবিবি’। এর আগে তিনি বড় পরিসরে আরও দুটি গান করেছিলেন। সেগুলো নিয়ে সমালোচনা হয়েছিল। নতুন গানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তবে নিন্দুকদের সমালোচনায় পাত্তা দিতে একদমই রাজি নন তিনি। তাই নিজের গতিতেই পথ চলছেন নায়িকা।

উল্লেখ্য, ফারিয়ার ‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। এর ভিডিও নির্মাণ ও কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব। জমকালো আয়োজনের অ্যারাবিক ধাঁচের গানটি প্রকাশ করেছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

এর আগে ফারিয়া ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শীর্ষক দুটি গান উপহার দিয়েছিলেন। অন্তর্জালে সেগুলোর ভিউ উল্লেখ করার মতো।

এমএসএম / এমএসএম

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’