ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দিতির কবর জিয়ারত করলেন ওমর সানী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৩:৩৭

মিষ্টি হাসির গুণী অভিনেত্রী ছিলেন দিতি। ঢাকাই সিনেমায় একসময় ছিল তার দারুণ জনপ্রিয়তা। কিন্তু মস্তিষ্কে ক্যানসারের সঙ্গে লড়াই করে পরাজিত হন মৃত্যুর কাছে। ২০১৬ সালের ২০ মার্চ না ফেরার দেশে চলে যান এই নন্দিত নায়িকা।

দিতির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে। সেখানে গিয়েই তার কবর জিয়ারত করেছেন জনপ্রিয় নায়ক ওমর সানী।

গত ১২ নভেম্বর নারায়ণগঞ্জে গিয়েছিলেন ওমর সানী। তখনই তার মনে পড়ে দিতির কথা। তাই দেরি না করে ছুটে যান তার কবরের কাছে। ওই মুহূর্তের দুটি ছবি তুলে নায়ক নিজেই ফেসবুকে খবরটি জানিয়েছেন।

ওমর সানী লিখেছেন, ‘সোনারগাঁও যেতেই মনে হলো আমাদের অভিনেত্রী দিতি আপার কবর নিকটে। মিস করলাম না। চলে গেলাম শ্রদ্ধা জানাতে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওখানে গিয়ে ভীষণ শান্তি পেলাম।’

সহশিল্পীর প্রতি ওমর সানীর এমন শ্রদ্ধাবোধ সবার বাহবা পাচ্ছে। সিনেমা সংশ্লিষ্টরা তার পোস্টে দিতির আত্মার জন্য যেমন দোয়া করছেন, আবার তাকেও ধন্যবাদ দিচ্ছেন।

উল্লেখ্য, দিতির জন্ম ১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওতে। তিনি সিনেমার জগতে পা রাখেন ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘আমিই ওস্তাদ’। পরবর্তীতে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন দিতি। অভিনয়ের জন্য তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

এমএসএম / এমএসএম

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?