ভালোবাসার অনুভূতি লুকাবেন যেভাবে

তার চোখে আপনি প্রেমিক নন, শুধুই বন্ধু। অথচ আপনি তাকে পছন্দ করেন। বাঁধ মানছে না ভালোবাসার অনুভূতি। তার চোখে চোখ রাখলেই আপনি অনুভব করছেন ভালোবাসা। কিন্তু সে আপনাকে পছন্দের তালিকায় রাখেনি। এমন অবস্থায় প্রেমের অনুভূতি কীভাবে চেপে রাখা যায়? জেনে নিন কিছু কৌশল-
ভালোবাসা প্রকাশ করবেন না
প্রায় দেখা যায়, ছেলেরা কারও প্রেমে পড়লে একপাক্ষিক ভালোবাসা প্রকাশ করেন। কিন্তু এমন ভালোবাসা বন্ধুত্বের সম্পর্কের জন্য ক্ষতিকর। কেননা আপনি যার প্রেমে পড়েছেন, সে যদি কোনোভাবে বিষয়টি জানতে পারে তাহলে বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে ভালোবাসা প্রকাশ করা ঠিক নয়। সবসময় সচেতন থাকতে হবে যেন ভুল করেও ওই মেয়ের সামনে প্রেমের কোনো চিহ্ন ধরা না পড়ে।
অন্য কাউকে ভালোবাসুন
যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তার সম্পর্কে চিন্তা করা বাদ দিন। অন্য কোনো মেয়েকে সময় দিন। এভাবে আপনার জীবন সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে। আপনাদের বন্ধুত্ব অমলিন হবে। অন্যদিকে তার প্রতি কোনো প্রেমের টান থাকবে না।
ভেবে কথা বলুন
বন্দুকের গুলি আর মুখের কথা- উভয়ই একবার বের করে দিলে ফেরত নেওয়া যায় না। তাই যাকে ভালোবাসেন, তার সঙ্গে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলুন। যাতে ভুল করেও ভালোবাসার কথা না আসে। অনেকে হুটহাট প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। এর ফলে বন্ধুত্বের সম্পর্কের ক্ষতি হয়। মনে রাখবেন, মেয়েরা বোকা ও বাচাল ছেলেদের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করে।
দূরে সরে যান
যাকে ভালোবাসেন, সে আপনাকে ভালো না বাসলে তার থেকে দূরে থাকাই নিরাপদ। ছেলেরা মেয়েদের প্রতি প্রকৃতিগতভাবেই দুর্বল। সে কারণে যে আপনাকে পছন্দ করে না, তার কাছে বেশি গেলে অবচেতনভাবে আপনার ভালোবাসার কথা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আপনার চেপে রাখা ভালোবাসা প্রকাশ হলে সে আপনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে পারে।
এমএসএম / এমএসএম

কোন মধু স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী, চেনার উপায় কী?

মনে প্রশান্তি চান? করতে হবে এই ৫ কাজ

শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যেসব খাবার

খালি পেটে রসুন খেলে কী হয়?

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

ড্রাগন ফল কারা খাবেন, দৈনিক কতটুকু খাওয়া নিরাপদ?

ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করবে যেসব খাবার

তালের পায়েস তৈরির রেসিপি

মাথার ত্বকে ব্রণ হলে কী করবেন?

কফির সঙ্গে কী কী মিশিয়ে খেলে দ্রুত ফল মিলবে

সহকর্মীর সঙ্গে গল্পে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন

চকলেটের মিষ্টি ছোঁয়ায় বাড়বে ত্বকের উজ্জ্বলতা
