ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বয়স ধরে রাখবে ডিমের তেল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৬-২০২১ রাত ৮:৪৭


ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু তাই নয়, ত্বকের যত্নেও ডিম অতুলনীয়। তবে ডিমের তেলের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। ডিমের তেল ত্বকের পুড়ে যাওয়া ক্ষত ও দাগ দূর করতে অনেক উপকারী।

গবেষণায় দেখা গেছে, ডিমের তেল ব্যবহার করে বয়সজনিত বলিরেখা, কুঞ্চন, ত্বক ঝুলে যাওয়া সহ অনেক সমস্যার সমাধান করা যায়। বয়স ধরে রাখতে ডিমের তেল বেশ সহায়ক। এছাড়া এই তেল ব্যবহার করে ত্বকের প্রদাহ রোধ করা সম্ভব।  

ডিমের তেলের উপকারিতা

>> ডিমের কুসুম থেকে তৈরি হওয়া এই তেল স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। বয়স ধরে রাখার ক্ষেত্রেও অনেকে এই তেল ব্যবহার করে থাকেন। এতে ভিটামিন বি-৩, ভিটামিন এ ও ভিটামিন ই রয়েছে। নিয়মিত ডিমের তেল মালিশে ত্বক সুন্দর হয়।

>> ডিমের তেলের সবচেয়ে বড় গুণ হলো যাদের মুরগির ডিমে অ্যালার্জি রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন। কারণ এই তেল ডিমের কুসুম থেকে তৈরি হওয়ায় অ্যালার্জির কোনো উপকরণ থাকে না।

>> ডিমের তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল উপকরণ থাকে। যা ত্বকের অযাচিত দাগ ও ব্রণ দূর করতে সহায়ক ভূমিকা রাখে। ডিমের তেল ত্বককে আরও উজ্জ্বল করে  তোলে।

আলম / আলম