ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ছুটির দিনের দুপুর কার সঙ্গে কাটল নুসরাতের?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১১:৪৮

মা হওয়ার পর তেমন একটা বিরতি নেননি। কয়েকদিন বাদেই নেমে পড়েছেন কাজে। এখন তার ব্যস্ততা সপ্তাহজুড়ে। সম্প্রতি শেষ করেছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর ছবি ‘জয় কালী কলকত্তেওয়ালি’-র ছবির শুটিং। শিগগিরই স্বামী যশের সঙ্গে শুরু করবেন ‘মাষ্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুটিং।

রোববারটা অবশ্য আলসেমি করেই কাটাতে পছন্দ করেন ঈশানের মা। যদিও প্রতি রোববার সেই সুযোগ হয় না নুসরাতের। তবে এ সপ্তাহটা একটু ফাঁকা থাকাতেই শৈশবে ফিরে গেলেন নুসরাত। একটা মস্ত টেডিকে জড়িয়ে নিজের রোববারের দুপুরটা কাটালেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘রোববার মানেই আলসেমি, বিছানাতেই সময় কাটে…।’

এ মুহূর্তে ঈশান ও যশকে নিয়ে সংসার নুসরাতের। একে অপরের সঙ্গে সারাজীবন থাকার অঙ্গীকার করছেন যশ-নুসরাত। হাজার বিতর্ক, নিন্দুকদের কটূক্তি কম শুনতে হয়নি তাদের।

২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর বারবার প্রশ্ন উঠতে থাকে তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে। অবশেষে পৌরসভার শংসাপত্রে যশকেই নুসরাত ঈশানের বাবা হিসেবে নাম নথিভুক্ত করান। তারপর গুঞ্জন ওঠে, নুসরত-যশের বিয়ে নিয়ে। বিশ্বকর্মা পূজার দিন এনা সাহার অফিসে প্রথম সিঁথির সিঁদুরে দেখা যায় নুসরাতকে। সেই সময় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল নুসরাত জাহান আর যশ দাশগুপ্ত কি বিয়েটা সেরে ফেলেছেন? অবশেষে যশের জন্মদিনের দিনই অভিনেতা যশ দাশগুপ্তকে নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দেন।

তবে সদ্য একটা পরিবর্তন এসেছে নুসরাতের জীবনে। বুধবার পাকাপাকিভাবে সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হলো নুসরাতের। ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’-এর মামলায় কার্যত জিতে গেলেন নিখিল জৈন। অর্থাৎ নিখিল-নুসরাতের বিয়ে অবৈধ তাতেই মান্যতা দেয় আদালত। এ রায় বেরোনোর পর নিখিল বলেন, ‘আমি খুশি আমার পরিবারের সবাই খুশি।’ নিখিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার নাম, আমার রেপুটেশন খারাপ করার অনেক চেষ্টা করেছে, শুধু তাই নয় সংবাদমাধ্যমের কাছে বলা হয় আমি বাইসেক্সুয়াল বা উভগামী। আজ আবারও প্রমাণিত হলো ক্ষমতাশীল হলেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায় না।’

এছাড়াও খুব শিগগির নুসরাত তার নতুন সফর শুরু করতে চলেছেন, যেখানে রেডিও শো সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে তাকে। তার এ শোতে মদন মিত্র, ঋতাভরী, যশ, তনুশ্রী এমন বহু তারকাদের দেখা যাবে। এখানে প্রশ্ন করবেন নুসরাত আর তার উত্তর দেবেন অতিথিরা।

সূত্র: এই সময়

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা