ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ডিভোর্সের গুঞ্জনের মধ্যে যা বললেন শিল্পা শেঠি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৪:৩৪

পর্নগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। টানা দুই মাস জেলও খেটেছিলেন তিনি। ওই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তখনই গুঞ্জন ওঠে, রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকবেন না শিল্পা। ডিভোর্স করে আলাদা হয়ে যাবেন। যদিও শিল্পার কাছ থেকে এ গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এবার বিবাহবার্ষিকীতে পোস্ট দিয়ে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করে শিল্পা লিখেছেন, ‘এই দিনে ১২ বছর আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম একে-অপরকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভ বিবাহবার্ষিকী, কুকি।’

শিল্পার এই পোস্টের পর সন্দেহের অবকাশ নেই যে, তারা একসঙ্গেই থাকছেন। আগামীর দিনগুলোও ভালোবেসে এক ছাদের নিচে কাটাতে চান।

অবশ্য কিছু দিন আগেও তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল হিমাচলের একটি মন্দিরে। ধারণা করা হয়, বিশেষ কোনো উদ্দেশ্যে পূজা দিতে গিয়েছিলেন তারা। তখন রাজের হাত ধরেই মন্দির থেকে বের হতে দেখা যায় শিল্পাকে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। কেবল তিনি নন, তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা