ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রীতিকে চিনতে না পারায় ক্ষমা চাইলেন প্রবীণ অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রবীণ অভিনেতা সঞ্জয় খান। দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। অভিনেতার মেয়ে তার সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

সঞ্জয় খান লেখেন, ‘প্রিয় প্রীতি, একজন ভদ্র লোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি।’

এরপর তাকে চিনতে না পারার কারণ আরও পরিষ্কার করে তিনি লেখেন, ‘একবার যদি আপনার জিনতা পদবীটা বলা হত, তা হলেই আমার মনে পড়ে যেত। কারণ আপনার প্রচুর সিনেমা আমি দেখেছি।’ 

দিন কয়েক আগেই শিরোনামে এসেছিলেন ‘কাল হো না হো’র নয়না। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন তিনি। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পোস্টে প্রীতি জানান, যমজ সন্তান এসেছে তার আর স্বামী জেন গুডএনাফের ঘর আলো করে। তাদের এই দুই সন্তানের একজন কন্যা এবং একজন পুত্র। নাম রাখা হয়েছে জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। 

এদিকে শোনা যাচ্ছে, দানিশ রেনজুর নতুন সিনেমার মাধ্যমে ফের অভিনয়ে ফিরছেন প্রীতি। সে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, কাশ্মীরে শুটিং হবে। এক কাশ্মীরি মায়ের ভূমিকায় অভিনয় করবেন প্রীতি। ২০২২-এর প্রথমার্ধেই শুটিং হবে। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। যদিও সিনেমার সঙ্গে যুক্ত কেউই এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা