দেখা দিলেন অনন্ত জলিলের ‘নেত্রী’
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল গত ফেব্রুয়ারিতে ব্যাপক আয়োজনের মাধ্যমে নিজের নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’-এর শুটিং শুরু করেছিলেন। ঢাকা ও সিলেটের পাশাপাশি ভারতেও হয়েছে সিনেমাটির শুটিং।
তবে এতদিন পর্যন্ত ব্যয়বহুল এই সিনেমার কেন্দ্রীর চরিত্র তথা নেত্রীর ছবি সেভাবে প্রকাশ করা হয়নি। অবশষে ভক্তদের সামনে সিনেমার ‘নেত্রী’কে তুলে ধরলেন জলিল। মঙ্গলবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নেত্রীর ছবি প্রকাশ তিনি। যে চরিত্রে অভিনয় করেছেন জলিলের স্ত্রী, অভিনেত্রী বর্ষা।
ছবির ক্যাপশনে জলিল লেখেন, “চলছে ‘নেত্রী দ্যা লিডার’ চলচ্চিত্রের শুটিং। আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা। ইতিমধ্যে জনাব প্রদিপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।”
দক্ষিণ ভারতের কবির দোহান সিং ও ভোজপুরি অভিনেতা রবি কিষাণও এই সিনেমায় অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি থেকে। সিনেমায় নেত্রীর ভূমিকায় থাকবেন বর্ষা। অনন্ত থাকবেন তার বডিগার্ড। পরিচালনায় জলিলের সঙ্গে রয়েছেন ভারতের উপেন্দ্র মাধব। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’