ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সিনেমায় ব্যর্থ নায়িকা ব্যবসা করে সফল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১২:৯

বলিউডে তার অভিষেক হয়েছিল সুপারহিট সিনেমার মাধ্যমে। সেটার নাম ছিল ‘তুম বিন’। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে রাতারাতি পরিচিতিও পান। কিন্তু এরপর আর জ্বলে উঠতে পারেননি। একের পর এক ফ্লপ সিনেমা যুক্ত হয় তার ঝুলিতে।

বলছি অভিনেত্রী সান্দালি সিনহার কথা। দীর্ঘ ৯ বছর পর লাবণ্যময়ী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালের ‘তুম বিন ২’ সিনেমায়। তবে সেটাও ছিল অতিথি চরিত্রে। ২০০৫ সালের পর থেকেই সিনেমা থেকে দূরে সরে যান সান্দালি। মনোযোগ দেন ব্যবসায়।

বর্তমানে ভারতের সবচেয়ে বড় বেকারি ‘কান্ট্রি অব অরিজিন’-এর মালকিন সান্দালি। এটা মূলত তার স্বামীর ছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণ করে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে গেছেন। এছাড়া মুম্বাইতে তার একটি স্পা-ও রয়েছে।

জানা যায়, বলিউডে সান্দালির কোনো জানাশোনা ছিল না। ছোটবেলায় তার স্বপ্ন ছিল, চিকিৎসক হওয়ার। শোবিজ নিয়ে কোনো ভাবনাই ছিল না তার। কিন্তু কলেজে ওঠার পর শখের বশে কয়েকবার র‍্যাম্প মডেলিং করেন। এখান থেকেই বলিউডে কাজের স্বপ্ন জাগে তার মনে।

সিনেমায় কাজের আগে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন সান্দালি। যেটা নির্মাণ করেছিলেন অনুভব সিনহা। তিনিই সান্দালিকে সুযোগ করে দেন সিনেমায়। তার নির্মিত ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন অভিনেত্রী।

প্রথম সিনেমার সাফল্যের পর সান্দালির কোনো সিনেমাই আর জনপ্রিয়তা পায়নি। যার কারণে একপ্রকার ছিটকে পড়েন বলিউড থেকে। ২০০৫ সালে তাই বিয়ে করে সংসারী হয়ে যান সান্দালি। এক ব্যবসায়ীর সঙ্গে তার নতুন জীবনের গল্প শুরু হয়।

এখন ব্যবসায়ী হিসেবে দারুণ সফল হলেও সেটা নিয়ে হাঁকডাক করেন না সান্দালি। এমনকি নিজের সোশ্যাল অ্যাকাউন্টগুলো পর্যন্ত প্রাইভেসি দিয়ে রাখেন। অর্থাৎ মিডিয়ার ঝলমলে দুনিয়ার বাইরে একেবারে একান্ত জীবন যাপন করেন তিনি।

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা