মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে : শ্রীলেখা
টালিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বয়স এখন ৪৬ বছর। বিয়ে করেছিলেন ২০০৩ সালে। কিন্তু ২০১৩ সালে ভেঙে যায় সেই সংসার। গত আট বছর ধরে অভিনেত্রী একাই আছেন। একমাত্র মেয়ে আর সিনেমা ঘিরেই বেঁচে থাকা।
ইদানীং একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন শ্রীলেখা! ফেসবুক মেসেঞ্জারে তাকে বিয়ে করার জন্য বায়না ধরছেন অনেকে। বিষয়টি নিয়ে মুশকিলে পড়েছেন অভিনেত্রী। ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘কী মুশকিল, মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’
ঘটনাটি পরিষ্কার করা যাক। গত ২৩ নভেম্বর সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছিলেন, ‘মেয়ে পছন্দ?’ ওই ছবি-ক্যাপশনের সূত্র ধরে গণমাধ্যম তার কাছে জানতে চায়, বিয়ের জন্য পাত্র খুঁজছেন কি-না। জবাবে মজার ছলে তিনি জানান, নিজেকে পরখ করে দেখতে দোষ কী!
ওই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে শ্রীলেখার কাছে। কিন্তু মুশকিল হলো, অনেক তরুণ বয়সী ছেলেরাও তাকে বিয়ে করতে চাচ্ছেন। শ্রীলেখার মেয়ে ঐশীর বয়স এখন ১৬ বছর। তার সমসাময়িক ছেলেদের মনেও অভিনেত্রীকে পাওয়ার বাসনা!
প্রসঙ্গত, শ্রীলেখা বিয়ে করেছিলেন শিলাদিত্য স্যান্যালকে। বিচ্ছেদ হয়ে গেলেও এখনো তাকে মিস করেন অভিনেত্রী। কিছুদিন আগেই ছিল তাদের বিবাহবার্ষিকী। সেদিন বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী তার মন খারাপের কথা জানান।
এমএসএম / জামান
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’