শাহরুখের সঙ্গে ছবিতে মিথিলার আগ্রহ ছিল না!
শিরোনাম পড়ে অবাক হবেন যে কেউ। কিন্তু এটাই সত্যি। অবাক করার মতোই কাণ্ড ঘটালেন বাংলাদেশের অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। জানালেন, শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে তার কোনো আগ্রহই ছিল না।
বলিউড বাদশাহ শাহরুখ খানকে বলা হয়ে থাকে সিনে দুনিয়ার অন্যতম বড় তারকা। পৃথিবীর অধিকাংশ দেশেই তার ভক্ত ছড়িয়ে রয়েছে। তাকে এক নজর সামনে থেকে দেখার স্বপ্ন কোটি কোটি ভক্তের। কিন্তু সেই ভাগ্য ক’জনেরই বা হয়!
২০১৯ সালের নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার সুবাদে সেখানে উপস্থিত ছিলেন মিথিলাও। অনুষ্ঠানের এক ফাঁকে টালিউডের তারকারা শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে। একজনের পর একজন নিজেকে কিং খানের পাশে দাঁড় করিয়ে ক্যামেরাবন্দি হন।
মিথিলাও শাহরুখের সঙ্গে ছবি তুলেছেন। তাদের সঙ্গে ছিলেন সৃজিতও। তবে ওই ছবি তোলার জন্য মোটেও আগ্রহী ছিলেন না মিথিলা। একটি গণমাধ্যমের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন অভিনেত্রী।
মিথিলা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই তারকাদের দেখলে স্বাভাবিকভাবে নিতাম। কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ। অনুষ্ঠানে কলকাতার সব তারকা শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে, তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’
মিথিলার প্রশ্নকর্তা হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি আবার শাহরুখের ভক্ত। তাই সৃজিতপত্নীর এসব কথা শুনে বিস্মিত হন। পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’
এমএসএম / এমএসএম
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’