ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

প্রতারকের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠ ছবি নিয়ে তোলপাড়!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৪:৪

গত অক্টোবরেই ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কার্যালয়ে ডাক পড়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। তাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একটি প্রতারণা মামলার সঙ্গে যোগ থাকার সূত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর বিষয়টি নিয়ে আর তেমন মাতামাতি হয়নি। কিন্তু এবার বিপাকেই পড়লেন জ্যাকুলিন। কারণ যেই প্রতারণা মামলার তদন্ত চালাচ্ছিল ইডি, সেই মামলার আসামির সঙ্গেই অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ওই প্রতারকের নাম সুকেশ চন্দ্রশেখর। তিনি ভারতের বেশ আলোচিত প্রতারক। তার বিরুদ্ধে ২০০ কোটি রুপি মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে। ইডির ধারণা, সুকেশের সঙ্গে জ্যাকুলিনের যোগাযোগ রয়েছে। সেই সূত্রেই অভিনেত্রীকে ডাকা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, চলতি বছরের জুন-জুলাইয়ের দিকে ছবিটি তোলা হয়েছে। সেই সময় অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে চেন্নাইয়ে অন্তত ৪বার দেখা করেছিলেন জ্যাকুলিন। ইডির দাবি, জ্যাকুলিনের জন্য এই প্রতারক প্রাইভেট জেটের ব্যবস্থাও করেছিলেন।

অবশ্য ইডি’র জেরার পর বিষয়টি নিয়ে জ্যাকুলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকুলিনকে সাক্ষী হিসেবে ডেকেছিল ইডি। তিনি জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্দেজ মূলত শ্রীলঙ্কার বংশোদ্ভূত। প্রথম জীবনে তিনি সাংবাদিকতা করতেন। এরপর মডেলিং দিয়ে পা রাখেন বিনোদন জগতে। ২০০৯ সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান ২০১১ সালের ‘মার্ডার ২’ সিনেমায় অভিনয় করে। পরবর্তীতে তাকে দেখা গেছে ‘হাউজফুল ২’, ‘রেস ২’, ‘কিক’, ‘রয়’, ‘ঢিশুম’, ‘জুড়ুয়া ২’ ইত্যাদি সিনেমায়।

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা