‘যন্ত্রণা’য় বাপ্পীর বিপরীতে জাহারা মিতু
নায়িকা চূড়ান্ত না হওয়ায় নায়ক বাপ্পী চৌধুরীকে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে শুরু হয় অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ ছবির শুটিং। বাপ্পি চৌধুরীকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যধারণের পর করোনার কারণে স্থগিত রাখা হয় শুটিং। আগামী ২২ জুন থেকে একসঙ্গে নায়ক-নায়িকা নিয়েই ফের শুটিং ফ্লোরে উঠছে ‘যন্ত্রণা’। পরিচালক নিশ্চিত করেছেন 'যন্ত্রণা'র নায়িকা হিসেবে নেয়া হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরী জাহারা মিতুকে।
এ প্রসঙ্গে নির্মাতা রানা জানান, বেশ আগেই যন্ত্রণার নায়িকা হিসেবে জাহারা মিতুকে চূড়ান্ত করা হয়েছে। তাদের ফটোশুটও করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে যাবো আমরা।
নায়ক বাপ্পি বলেন, সিনেমাটির গল্প দারুণ। এর আগেও অপূর্ব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। আশা করছি সিনেমাতে দর্শকরা নতুন কিছু পাবেন। এই নতুনত্বের মধ্যে প্রথম চমক হচ্ছে নতুন জুটি। ছবিটির নায়িকা হিসেবে জাহরা মিতু চুক্তিবদ্ধ হয়েছে। ওর জন্য শুভকামনা। আশা করি ভালো একটা ছবি উপহার দিতে পারব আমরা।
‘যন্ত্রণা’য় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে মিতু জানান, যন্ত্রণা ছবিতে অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছি। অপূর্ব রানা ভাই ভালো একজন মানুষ। আর এ ছবিতে নায়ক হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। আশা করি তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে।
তিনি আরো জানান, সিনেমাটিতে অনিমা চরিত্রে দেখা যাবে তাকে। ধনীর দুলালী এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারীকেন্দ্রিক সিনেমা নয় বলেও স্পষ্ট করেছেন মিতু।
উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উপস্থাপনায় এসে নজর কাড়েন জাহারা মিতু। পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই তারকা অভিনেতা শাকিব খান ও দেব’র সঙ্গে ‘আগুন’ ও ‘কমান্ডো’ দুই ছবিতে নাম লিখিয়ে আলোচিত হন। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে সে ছবিতে নায়ক হিসেবে মিতুর বিপরীতে কে থাকছেন সেটা এখনো অজানা তার।
জামান / জামান
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর