বিতর্কের মাঝেই বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে নুসরাত জাহান!
অবশেষে সব জল্পনার অবসান। সত্যিই মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভাবী সন্তানের পিতৃপরিচয় এখনো পাওয়া না গেলেও বেবিবাম্প নিয়ে নুসরাতের ছবি ভাইরাল হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে নুসরাত, তনুশ্রী, শ্রাবন্তীকে নিয়ে ছবিটি তোলা হয়েছে। টলিপাড়ার এই ঘনিষ্ঠ দুই বন্ধুকে নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। ছবিতে নুসরাতের বেবিবাম্প একেবারে স্পষ্ট।
সাদা রংয়ের স্লিভলেস একটি জামা পরে রয়েছেন নুসরাত। কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর চেহারায় অদ্ভুত এক দীপ্তি। নেটিজেনরা নুসরাতের চেহারার এই গ্ল্যামারকে কার্যত মাতৃত্বকালীন গ্ল্যামার হিসেবেই চিহ্নিত করছেন। নুসরাতের দুপাশে আছেন তার ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবী শ্রাবন্তী চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী। নিজের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুই বান্ধবীর সঙ্গে আড্ডায় মেতেছেন নুসরাত।
এর আগেও শ্রাবন্তী, তনুশ্রী ও যশ দাশগুপ্তের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল নুসরাতকে। এক জনপ্রিয় প্রসাধন প্রস্তুতকারী সংস্থার মালিক রাজকুমার গুপ্তা যশ ও নুসরাতের সঙ্গে পার্টি করার দুটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তার সঙ্গে আলাদা আলাদা ফ্রেমে বন্দি হয়েছিলেন যশ ও নুসরাত। তবে তা যে একই পার্টির ছবি তা বেশ বোঝা গিয়েছে।
বিগত কয়েক দিন ধরেই নুসরাত তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনার বিষয়বস্তু হয়েছেন। তার সন্তান সম্ভাবনার কথা প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উত্তেজনার আগুনে ঘি ঢেলে নুসরাতের ‘স্বামী’ নিখিল জৈন দাবি করেছিলেন, এই সন্তান তার নয়। কারণ গত বেশ কয়েক মাস ধরে নুসরাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তিনি আরো জানিয়েছেন, নুসরতের সম্ভাব্য ডেলিভারির তারিখ ১০ সেপ্টেম্বর।
এর পরেই নুসরাত বিবৃতি দিয়ে জানান, নিখিলের সঙ্গে নাকি তার বিয়েই হয়নি। কিন্তু তিনি আদৌ সন্তানসম্ভবা কিনা সে বিষয়ে তখন কোনো মন্তব্যই করেননি অভিনেত্রী। বর্তমানে একে অন্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আদালতের পথে নুসরাত এবং নিখিল। তবে তার মাঝেও নতুন সদস্যের আগমনের সেলিব্রেশন চলছে নুসরাতের বালিগঞ্জের ফ্ল্যাটে। সঙ্গে দুই কাছের বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।
জামান / জামান
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা
পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ