ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

কৃষকদের কাছে ক্ষমা চাইলেন কঙ্গনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ১২:৪৭

বেশ কয়েকদিন ধরেই কৃষি আন্দোলন নিয়ে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্যে এই বিতর্কের সূত্রপাত করেন অভিনেতা নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি। এবার চন্ডীগড় যাওয়ার পথে তার গাড়ি বহর ঘিরে বিক্ষোভ করেছেন কৃষকরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) চন্ডীগড় যাচ্ছিলেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত। শ্রী কিরাতপুর সাহিবের অন্তর্গত বুঙ্গা সাহিবে তার গাড়ি বহর ঘিরে আন্দোলন করেন সেই অঞ্চলের কৃষকরা। এ সময় অভিনেতাকে ক্ষমা চাইতে বলেন তারা (কৃষকরা)। অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কঙ্গনা। ক্ষমা চাওয়ার পরই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপর নিজের গন্তব্য চন্ডীগড়ে রওনা দেন অভিনেতা।

কৃষি আইন প্রত্যাহারের পর গত ২০ নভেম্বর ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করেন। তাতেই চটেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।

এরপর খুনের হুমকি পাওয়ার পর সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কঙ্গনা রানাওয়াত। ওইদিন সোশ্যাল মিডিয়ায় তিনি ফের লেখেন, মুম্বাইয়ের শহীদদের স্মরণে লিখেছিলাম যে বিশ্বাসঘাতকদের কখনও ক্ষমা করা উচিত নয়। এরা অর্থের লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে ভারতকে কলঙ্কিত করে। এই ধরনের বিঘ্নকারী শক্তি প্রায়ই আমাকে হুমকি দিচ্ছে। এসব হুমকিতে ভয় পাই না। আমি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বলতেই থাকব।

এমএসএম / এমএসএম

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা