কাঁচা হলুদে ভরে গেছে জয়ার বাগান
দেশের সিনেমা অঙ্গনে জয়া আহসান প্রথম সারির তারকা। শুধু কি দেশে? কলকাতার সিনেমায়ও তার দাপুটে অবস্থান। তারকা খ্যাতির বাইরে জয়া একজন মানবিক, প্রকৃতিপ্রেমী মানুষ। নিজে পোষেণ প্রাণী, আবার বাইরের ঠিকানাহীন বিভিন্ন প্রাণীর জন্যও কাজ করেন। পশুপ্রেমের জন্য তিনি কিছু দিন আগে পুরস্কারও পেয়েছেন।
এছাড়া জয়া একজন চাষীও। কিন্তু তিলোত্তমা ঢাকায় তো আর মাটির জমি নেই। তাই নিজের বাসার ছাদ ও বারান্দায় গড়ে তুলেছেন বাগান। সেখানে নানা রকম ফল, সবজির গাছ রয়েছে। নিবিড় পরিচর্যা করে গাছগুলো বড় করেছেন অভিনেত্রী। যার ফল কিছু দিন পরপরই পান।
শনিবার (৪ ডিসেম্বর) ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন জয়া। সেখানে দেখা গেল, তার হাতে একটি ঝুড়ি, আর সেই ঝুড়ি ভর্তি কাঁচা হলুদ। বোঝার বাকি নেই, এগুলো জয়ার বাগানেই ফলেছে। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ…’
জানা গেছে, জয়ার বাগানে হলুদ ছাড়াও রয়েছে থাই বেগুন, শিম, লেবু, থাই বেগুন, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, কামরাঙা, নানা ধরণের ভেষজ উদ্ভিদ অনেক গাছ। আগেও একাধিকবার তিনি বাগান থেকে সবজি ও ফল নিয়ে ছবি দিয়েছিলেন।
এদিকে সম্প্রতি জয়া আহসান ফিরেছেন লন্ডন থেকে। শিগগির একটা বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন বলে জানা গেছে। এরপর শুরু করবেন নতুন সিনেমার শুটিং।
জয়াকে সর্বশেষ দেখা গেছে ‘বিনিসুতোয়’। কলকাতার এই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। সিনেমাটি নির্মাণ করেছিলেন অতনু ঘোষ।
এমএসএম / এমএসএম
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’