মা ও প্রেমিকার চরিত্রে মিথিলা
বর্তমান সময়টা বেশ ব্যস্ততায় কাটছে রাফিয়াত রশিদ মিথিলার। অনেক দিন পর আবারও শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে। রোজার ঈদে প্রচার হয়েছিল তার কয়েকটি বিশেষ নাটক। এছাড়া সম্প্রতি ক্যারিয়ারের প্রথম সিনেমাতেও চুক্তিবদ্ধ হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ঈদুল আজহাতেও মিথিলার ভক্তরা তাকে একাধিক নাটক ও টেলিফিল্মে দেখতে পাবেন। এরমধ্যে রয়েছে ‘অন্তর্জলী যাত্রা’। নাটকটির শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
‘অন্তর্জলী যাত্রা’র দৃশ্যে মিথিলা
এর গল্পে দেখা যাবে, অল্পবয়সী এক মা। তার ছেলে ছোট থেকেই একটা মানসিক আঘাতের মধ্যে কাটিয়েছে। কারণ, ও মাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে দেখেছে, ও মাকে হারায়। ছেলেটা বড় হওয়ার পর যে মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তার চেহারার মধ্যে সে মায়ের চেহারা কল্পনা করে। সেটি নিয়েই গল্প এগিয়ে যায়।
‘অন্তর্জলী যাত্রা’তে মা ও প্রেমিকা দুই চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, ‘এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি নিজে যেহেতু নারীদের নিয়ে কাজ করি, আমারও সন্তান আছে, তাই গল্পটার সঙ্গে আমি একাত্ম হতে পেরেছি। এই গল্পে ছেলেটা মানসিক সমস্যার মধ্যে কাটায়, আর সেটাই গল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয়।’নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।
এমএসএম / জামান
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা
পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ