মা ও প্রেমিকার চরিত্রে মিথিলা
বর্তমান সময়টা বেশ ব্যস্ততায় কাটছে রাফিয়াত রশিদ মিথিলার। অনেক দিন পর আবারও শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে। রোজার ঈদে প্রচার হয়েছিল তার কয়েকটি বিশেষ নাটক। এছাড়া সম্প্রতি ক্যারিয়ারের প্রথম সিনেমাতেও চুক্তিবদ্ধ হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ঈদুল আজহাতেও মিথিলার ভক্তরা তাকে একাধিক নাটক ও টেলিফিল্মে দেখতে পাবেন। এরমধ্যে রয়েছে ‘অন্তর্জলী যাত্রা’। নাটকটির শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
‘অন্তর্জলী যাত্রা’র দৃশ্যে মিথিলা
এর গল্পে দেখা যাবে, অল্পবয়সী এক মা। তার ছেলে ছোট থেকেই একটা মানসিক আঘাতের মধ্যে কাটিয়েছে। কারণ, ও মাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে দেখেছে, ও মাকে হারায়। ছেলেটা বড় হওয়ার পর যে মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তার চেহারার মধ্যে সে মায়ের চেহারা কল্পনা করে। সেটি নিয়েই গল্প এগিয়ে যায়।
‘অন্তর্জলী যাত্রা’তে মা ও প্রেমিকা দুই চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, ‘এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি নিজে যেহেতু নারীদের নিয়ে কাজ করি, আমারও সন্তান আছে, তাই গল্পটার সঙ্গে আমি একাত্ম হতে পেরেছি। এই গল্পে ছেলেটা মানসিক সমস্যার মধ্যে কাটায়, আর সেটাই গল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয়।’নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।
এমএসএম / জামান
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর