টানা ২ মাস হানিমুন, কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?
শত জল্পনার অবসান ঘটিয়ে মালা বদল করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস রিসোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এরপর বর্ণিল সাজে বিয়ের মুহূর্তে তোলা ছবি শেয়ার করেছেন দু’জনেই। বিয়ে তো হলো, এবার স্বাভাবিকভাবেই উঠে আসছে হানিমুনের কথা। প্রশ্ন উঠছে, নবদম্পতি কোথায় হানিমুনে যাবেন? নাকি রিসেপশন শেষে সোজা কাজেই ফিরবেন? জানা গেছে, রাজস্থান থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) মুম্বাই ফিরেছেন ভিকি ও ক্যাট। এ সপ্তাহেই মুম্বাইতে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে বলিউডের তারকারা অংশ নেবেন।
রিসেপশন শেষে সিনেমার শুটিংয়ে ফিরবেন ভিক্যাট। কারণ তাদের দু’জনের হাতেই রয়েছে একাধিক সিনেমার কাজ। তাই বলে কি হানিমুন হবে না? উত্তর হলো- অবশ্যই হবে। কেবল কিছুটা বিলম্বে। শোনা যাচ্ছে, শিডিউল দেওয়া সিনেমাগুলোর শুটিং শেষ করে হানিমুনে যাবেন ভিকি ও ক্যাটরিনা। তাদের হানিমুন ডেস্টিনেশন হতে যাচ্ছে ইউরোপ। টানা ২ মাস ছুটি নিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন। মহাদেশটির অধিকাংশই ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে অন্য একটি সূত্রে শোনা যাচ্ছে, আপাতত দু’তিন দিনের জন্য মালদ্বীপে যেতে পারেন ভিক্যাট। সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে মিনি হানিমুন সেরে আসতে পারেন নবদম্পতি। প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা। বহুল আলোচিত এই বিয়ে নিয়ে আলোচনার অন্ত ছিল না। ১২০ জন অতিথি অংশ নিয়েছিল বিয়েতে। তাদেরকে মানতে হয়েছে কড়া নিয়মকানুন। বিয়ের অনুষ্ঠানস্থলে অতিথিদের ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল। দেখাতে হয়েছে কোভিড-১৯ টিকা গ্রহণের সার্টিফিকেট ও করোনা নেগেটিভ রিপোর্ট। গোপনীয়তার সর্বোচ্চ চেষ্টা করলেও নানাভাবে তাদের বিয়ের তথ্যগুলো ঠিকই গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়।
প্রীতি / প্রীতি
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’