ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

দুনিয়াটা বোধহয় এভাবেই চলে, এতে কোনো মিষ্টত্ব নেই : নিখিল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ সকাল ৯:১৬

চার দেয়ালের ভেতরের অশান্তি এখন গোটা ভারতবর্ষের আলোচনার বিষয়। নুসরাত জাহান আর নিখিল জৈনের সম্পর্ক ঠিক কী? বিয়ে না লিভ ইন? তা নিয়ে চর্চা চলছেই। হাসি-মশকরাও শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতেই ইনস্টাগ্রামে মনের কথা শেয়ার করলেন নিখিল। নিজের ছবি স্টোরি হিসেবে শেয়ার করে নিখিল লেখেন, ‘অনেক জায়গায় ঘুরেছি। দুনিয়াটা বোধহয় এভাবেই চলে। এতে হাসিমজা নেই, এতে সৌন্দর্য নেই, এতে কোনো মিষ্টত্ব নেই।’

বহুদিন ধরেই নিখিল ও নুসরাতের মনোমালিন্যের খবর শোনা যাচ্ছিলো। জল্পনার সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়ে নুসরাতের মা হওয়ার জল্পনায়। সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন টলিপাড়ার অভিনেত্রী। এ কথা আগেই শোনা গিয়েছিল। শুক্রবার তার বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে আসে। তার আগেই অবশ্য নিখিল জানিয়ে দিয়েছিলেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন। সেই সময় নুসরাতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশের নাম শোনা গিয়েছিলো। তারপরই শুরু হয় বিবৃতি পাল্টা বিবৃতির পালা।

নুসরাত দাবি করেছিলেন, তুরস্কে ঘটা করে করা ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। তাই বিয়ে নয় তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। নিখিল নাকি তার অ্যাকাউন্ট থেকে না বলে টাকা তুলেছেন।

অন্যদিকে নিখিলের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন করতে রাজি হননি নুসরাত। অভিনেত্রীর বাড়ির লোন শোধের জন্য নাকি নিখিল টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত পাননি বলেও অভিযোগ করেন। নিজেকে প্রতারিত মনে করছেন বলেও জানান।

গোটা বিষয়টি ইতোমধ্যেই দেওয়ানি আদালত পর্যন্ত গড়িয়েছে। এমন পরিস্থিতিতেই শনিবার ইনস্টাগ্রামে আবেগঘন স্টোরি শেয়ার করেন। আর তার মাধ্যমেই যেন নিজের মানসিক পরিস্থিতির কথা বোঝাতে চাইলেন নুসরাতের প্রাক্তন ‘লিভ ইন পার্টনার’।

জামান / জামান

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'