‘আমাদের মেয়ের জন্য একটু প্রাইভেসি চাই’
বিরাট কোহলি-আনুশকা শর্মার কন্যা ভামিকার বয়স দেখতে দেখতে প্রায় এক বছর পূর্ণ করতে চলল। জন্মের পর থেকেই গোটা দেশের নয়নের মণি বিরুশকা। কিন্তু আজ পর্যন্ত তার মুখ দেখার সুযোগ হয়নি বেশির ভাগেরই।
কারণ মেয়ের জন্মের আগেই মা আনুশকা স্পষ্ট জানিয়েছিলেন ‘সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চাই’। বাবা-মা হিসাবে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত বিরুশকার। ভামিকার জন্মের পর পাপারাৎজিদের উদ্দেশে নিজেদের সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছিলেন দুজন। সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করেন তারা। কিন্তু ব্যতিক্রম সর্বত্রই রয়েছে!
তিনি লেখেন, ‘আমরা ভারতীয় পাপারাৎজিদের কাছে কৃতজ্ঞ যে তারা ভামিকার কোনও ছবি বা ভিডিও প্রকাশ করেননি। বাবা-মা হিসাবে আমাদের অনুরোধ যে কজন সেই সব ছবি প্রকাশ্যে এনেছেন দয়া করে সেটা করবেন না, আমাদের পাশে থাকুন’।
আনুশকা আরও যোগ করেন, ‘আমরা আমাদের সন্তানের জন্য প্রাইভেসি চাই। মিডিয়া আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে ওকে সাধারণভাবে বাঁচার সুযোগ করে দিতে আমরা সবরকম চেষ্টা করে যাব। যখন ও বড় হয়ে যাবে, তখন আমরা ওকে আটকাব না, সেই জন্যই আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন এই ব্যাপারে। ফ্যানক্লাবগুলোকে বিশেষ ধন্যবাদ, পাশাপাশি নেটদুনিয়ার বহু মানুষকে যারা নিজেদের প্রথা ভেঙে ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। আপনাদের এই মনোভাবটা সত্যি দয়ালু এবং পরিণত’।
মেয়ের জন্মের পর থেকে তার সঙ্গে কাটানো নানান মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিলেও আজ পর্যন্ত ভামিকার মুখ প্রকাশ্যে আনেননি বিরাট-আনুশকা দম্পতি। কারণ মেয়ের পরিচিতি গোপনেই রাখতে চেয়েছেন তারা।
২০২০ সালে ভোগ ম্যগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, ‘আমরা অনেক ভাবনাচিন্তা করেছি এটা নিয়ে। আমরা অবশ্যই আমাদের সন্তানকে জনসমক্ষে বড় করতে চাই না- সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি রাখতে চাই না। এই সিদ্ধান্তটা আমাদের সন্তান নিজেই নেবে। কোনও বাচ্চারই এক্সট্রা স্পেশ্যাল হওয়া উচিত নয়।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী