দুর্ঘটনার কবলে নোরা ফাতেহির গাড়ি!
দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড তারকা নোরা ফতেহির গাড়ি! গত মঙ্গলবার সন্ধ্যায় বেপরোয়াভাবে চালিয়ে মুম্বাইয়ের রাস্তায় অটোতে ধাক্কা মারে এই তারকার গাড়ি। তবে ওইদিন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি মিউজিক লঞ্চ ইভেন্টে হাজির থাকতে দেখা গেছিল তাকে।
বলিউড লাইফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের রাস্তায় একটি অটোকে সজোরে আঘাত করে নোরার গাড়ি চালক। জানা গেছে, সেই সময়ে নোরা গাড়িতে ছিলেন না। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা দুর্ঘটনা স্থলে ছুটে এসে রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত অটো চালককে ১০০০ টাকা দিয়ে ছাড়া পায় নোরার গাড়ি-চালক।
শেষ পাওয়া খবরে জানা গেছে, গাড়ি এবং অটোর ক্ষতি হলেও কোনও চালকেরই গুরুতর আঘাত লাগেনি। এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি কিংবা এফআইআর দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে গুরু রানধাওয়ার নতুন গান 'ডান্স মেরি রানি'র ভিডিওতে নিজের লুক এবং নাচের জন্য চর্চায় রয়েছেন নোরা। ভিডিও নজর কেড়েছে বলি-অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি।
নোরা জানিয়েছেন, আন্তর্জাতিক বহু তারকাকে বিভিন্ন সমাবেশে কখনও না কখনও বিভিন্ন আফ্রিকান হেয়ারস্টাইলে দেখা গেছে। নোরা নিজেরও বহুদিনের ইচ্ছে ছিল পর্দায় অন্তত একবার কোনও আফ্রিকান হেয়ারস্টাইলের সঙ্গে নিজেকে হাজির করার। অবশেষে এই ভিডিওতে সেটি করলেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’