পোষ্য কোলে হাস্যোজ্বল পরীমণি
জীবনের আঁকাবাঁকা পথে বারবার হোঁচট খেয়েছেন। এরপর আবার ঘুরে দাঁড়িয়েছেন। হার না মানা সেই মানবীর নাম পরীমণি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। মামলা, কারাগার, আদালত, বিতর্ক, সমালোচনা এসবের ঝড় সামলে তিনি এখন পুরোদমে সিনেমার কাজে ব্যস্ত। হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।
সম্প্রতি পরীমণি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। যেটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করেছেন পরী।
আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পরীমণি। প্রায় প্রতিদিনই কোনো ছবি বা স্ট্যাটাস দিতেন। কিন্তু মাদক কাণ্ডের পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছেন নায়িকা। বেশ কিছু দিন নীরব থাকার পর শুটিংয়ের সুবাদে সম্প্রতি ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক পোস্ট।
শুক্রবার তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’
১৬ ঘণ্টায় পরীমণির পোস্টটিতে ৬৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারেনি।
উল্লেখ্য, গত আগস্ট মাসে পরীমণির বনানীর বাসায় র্যাব অভিযান চালায়। এ সময় বিপুল মাদকসহ তাকে আটক করা হয়। এরপর মাদক মামলায় তাকে গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। প্রায় একমাস কারাগার ও আদালতের চক্কর কেটে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান এ নায়িকা।
এর কয়েকদিন পর থেকেই সিনেমার কাজে নেমে পড়েন পরী। এরই মধ্যে কাজ করেছেন ‘গুনিন’, ‘মুখোশ’ সিনেমায়। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং।
এমএসএম / এমএসএম
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’