শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি
বিগবস’ তারকা শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহ সুখকে লক্ষ্য করে গুলি করেছে দুই অজ্ঞাত ব্যক্তি। ২০২২ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। পুলিশের ধারণা, দুষ্কতিদের এই আক্রমণের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি পাঞ্জাব পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোখ সিংহ। পাশে ছিলেন তার নিরাপত্তারক্ষী। এক জায়গায় শৌচালয়ে যাওয়ার জন্য গাড়ি দাড় করান নিরাপত্তারক্ষী। ঠিক তখনই সন্তোখের জানলার পাশে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে দু’জন ব্যক্তি বসেছিলেন। তাদের মুখ দেখার জন্য সন্তোখ জানলার কাচ নামান। সেই মুহূর্তে সন্তোখকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বাইক-আরোহীরা। এমনই সময়ে নিরাপত্তারক্ষী দূর থেকে বাইকটির উদ্দেশে ইট ছুড়ে মারেন। কিন্তু সে সব তাদের গায়ে লাগেনি। পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি সন্দেহজনক। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সন্তোখের অভিযোগ, ঠিক সময়ে খবর সত্ত্বেও পুলিশ কোনও মামলা দায়ের করেনি।
সূত্র : আনন্দবাজার
এমএসএম / এমএসএম
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’