কুকুর-বিড়ালের জন্য ভালোবাসা দিয়ে ‘অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া
পিপলস ফর দ্যা ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। সংক্ষেপে বলা হয়ে থাকে পেটা (PETA)। এটি প্রাণি অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলনকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি প্রাণিদের জন্য সচেতন তারকাদের সম্মান জানিয়ে থাকে।
পশুদের বিভিন্ন উপায়ে সাহায্য করার জন্য পেটা থেকে ভারতের ‘পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ২০২১ সালের জন্য সেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন।
অভিনেত্রী বিড়াল, কুকুর এবং পশুবান্ধব ফ্যাশনকে সমর্থন করার জন্য এই সম্মান পেলেন। আলিয়া বিড়াল এবং কুকুরদের জন্য প্রাণি সুরক্ষা আইনের পক্ষে প্রায়ই কথা বলেন। কাছের মানুষ ও ভক্তদের এ ব্যাপারে কথা বলতে উৎসাহ দেন।
পেটা’য় ইন্ডিয়ার সেলিব্রেটি এবং পাবলিক রিলেশনের ডিরেক্টর শচীন বাঙ্গেরা ভারতীয় এক গনমাধ্যমে বলেন, ‘আলিয়া ভাট শুধুমাত্র ভেগান ফ্যাশনকে এগিয়ে নিতেই সাহায্য করছে না বরং পরবর্তী প্রজন্মকে পশুদের প্রতি সদয় হতেও উৎসাহিত করছে। সেজন্য তাকে আমরা বেছে নিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘আলিয়া কথা বলতে দ্বিধা করেন না। তিনি তার ভক্তদের একটি কুকুর বা বিড়াল দত্তক নিতে বা পশুদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।’
আলিয়া ছাড়াও এ তালিকায় আরও আছেন লোকসভা সাংসদ শশী থারুর, বিরাট কোহলি, কপিল শর্মা, জন আব্রাহাম, আনুশকা শর্মা, সানি লিওন, আর. মাধবন, জ্যাকলিন ফার্নান্দেজ, হেমা মালিনী এবং সোনম কাপুর আহুজা।
এমএসএম / এমএসএম
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’