ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

এবার চট্টগ্রামে মিলল করোনার ভারতীয় ধরন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ৪:৪০

প্রথমবারের মতো চট্টগ্রামে করোনার ভারতীয় ধরন (ডেল্টা ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে। ৪২ করোনা রোগীর নমুনা পরীক্ষায় দুজনের মধ্যে এ ধরন পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং আইসিডিডিআরবি’র এক যৌথ গবেষণায় ভারতীয় ধরন পাওয়ার তথ্য উঠে এসেছে। এ গবেষণায় অর্থায়ন করেছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

সোমবার (১৪ জুন) চট্টগ্রামে ভারতীয় ধরন পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন গবেষণা দলের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা।

তিনি বলেন, আমাদের গবেষণা চলমান। ৪২ করোনা রোগীর নমুনা বিশ্লেষণ করেছি। এতে চারটি ধরন শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রামে প্রথমবারের মতো আমরা ভারতীয় ধরন শনাক্ত করেছি। দুজনের মধ্যে এ ধরন শনাক্ত করা হয়েছে। এছাড়া, ৩৩ জনের মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকান ধরন (বিটা ভ্যারিয়েন্ট) ধরন শনাক্ত হয়েছে। তিনজনের মধ্যে নাইজেরিয়ান ধরন (ইটা ভ্যারিয়েন্ট) এবং চারজনের যুক্তরাজ্যের ধরন (আলফা ভ্যারিয়েন্ট) শনাক্ত করা হয়েছে।তিনি আরও বলেন, যে দুইজন রোগীর শরীরে ভারতীয় ধরন পাওয়া গেছে তাদের ভারত ভ্রমণের কোনো ইতিহাস নেই। এছাড়া ভারত থেকে আসা কারও সংস্পর্শে আসেননি। চট্টগ্রামে কমিউনিটি লেভেলে ভারতীয় ধরন চলে এসেছে। এই ধরনকে সবচেয়ে বেশি সংক্রমণশীল ধরন বলা হচ্ছে। এখনই যদি আমরা সতর্ক না হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে।

গবেষণায় ব্যবহৃত ৪২টি নমুনা চট্টগ্রাম বিভাগের সাতটি কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাব এবং হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। গবেষণা দলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

তবে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী  বলেন, এখনও বিষয়টি আমাদেরকে জানানো হয়নি৷ তবে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল আক্রান্তের হার ছিল নয় শতাংশ আর আজকে আক্রান্তের হার ২৪ শতাংশ। বিষয়টি আরও দু-তিন দিন দেখতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। বাড়ার বিষয়টি চিন্তা করে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু কিছু উপজেলায় সংক্রমণ বেড়ে গেছে। সেসব এলাকায় সতর্ক করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। করোনা শনাক্তের হার বাড়ার বিষয়টি আমাদের জ্ঞাত।

এমএসএম / এমএসএম

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

‘অসুরের মুখে দাড়ি’ চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট-এর দোসরদের মদদ রয়েছে

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বিশ্ব শিক্ষক দিবস আজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

এখন ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে : শহিদুল আলম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী