শঙ্কার মধ্যেও ১ ফেব্রুয়ারি বইমেলার প্রস্তুতি
দেশে হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কিছুটা শঙ্কা দেখা দিলেও নির্ধারিত সময়ে বইমেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ভাষার মাস ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে। এখন পর্যন্ত ফেব্রুয়ারিকে সামনে রেখে মেলার সব প্রস্তুতি নেয়া হচ্ছে। সে অনুযায়ী মেলার নকশা, স্টল, প্যাভিলিয়ন তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে।
অন্যদিকে প্রকাশকরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাস মেলার আয়োজনের উপযুক্ত সময়। কারণ দেশে ওমিক্রনের সংখ্যা বাড়লেও সেটা নিয়ন্ত্রণের পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারিতে মেলা না হলে পরে ওমিক্রন আরো বাড়লে মেলার আয়োজন করা সম্ভব নয়।
ভাষা শহীদদের স্মৃতিতে নিবেদিত বইমেলায় এবারের প্রতিপাদ্য করা হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো মেলার নকশা করবেন স্থপতি এনামুল করিম নির্ঝর। যদিও গত বছর মেলায় প্যাভিলিয়ন ও স্টল বিন্যাস নিয়ে প্রকাশকদের মধ্যে অসন্তোষ ছিল। তাই এবারের মেলায় প্যাভিলিয়ন ও স্টল বিন্যাসে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। এছাড়া মেলায় অতিরিক্ত ফুড স্টল যেন না হয় সেদিকেও নজর দেয়া হচ্ছে।
মেলার সার্বিক বিষয়ে বাংলা একাডেমির পরিচালক বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ জানান, ১ ফেব্রুয়ারি মেলা হবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি এই সময়ের মধ্যে মেলার সব কাজ শেষ হয়ে যাবে। মেলার তারিখ পরিবর্তনের সম্ভাবনার বিষয়েজালাল আহমেদ জানান, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রকাশকদের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা মহামারীর ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে ২০২১ সালের মার্চে মেলা হওয়ায় প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরবর্তীতে মেলার সময়সূচি কমিয়ে আনায় সেই ক্ষতি আরও দীর্ঘ হয়। এছাড়া ১৮ মার্চ থেকে শুরু হওয়া মেলা নির্ধারিত সময় ১৪ এপ্রিলের দুদিন আগেই ১২ এপ্রিল সমাপ্তি হয়। তাই প্রকাশকদের ক্ষতির পরিমাণ আরো বাড়ে। তাই সার্বিক অবস্থার বিবেচনায় এবারো সেই হ্রাসকৃত মূল্যে স্টল বরাদ্দের দাবি জানিয়েছেন প্রকাশকরা। কিন্তু স্টল ভাড়া কমায়নি বাংলা একাডেমি। এ নিয়ে অসন্তোষ রয়েছে প্রকাশদের মধ্যে। যদিও তাদের আশা, শেষ পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি স্টলের ভাড়া কমিয়ে প্রকাশকদের জন্য প্রণোদনা দেয়ার ব্যবস্থা করবে।
এ বিষয়ে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ জানান, আপাতত স্টলের ভাড়া কমানোর সুযোগ নেই। তবে এ বিষয়ে সরকার পর্যায়ে চেষ্টা করছি, প্রকাশকরাও চেষ্টা করছেন। তাদের জন্য প্রণোদনার মধ্যে কিছু সরকারি সহায়তা পাওয়া যায় কি-না তার জন্য। সেটা পাওয়া গেলে তখন তারা অর্থ ফেরত পাবেন।
জামান / জামান
সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন
কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার