নারদ মামলায় জেল হেফাজত থেকে রেহাই চার তৃণমূল নেতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’-সপ্তাহ যেতে না যেতেই চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলায় গ্রেফতার চার তৃণমূল নেতার জেল হেফাজতের আবেদন নাকচ করে গৃহবন্দি থাকার আদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ এই আদেশ দেন।
গত সোমবার (১৭ মে) সকালে ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম ববি, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও দুই বিধায়ক (বিধানসভা সদস্য) শোভনদেব চট্টোপাধ্যায় ও মদন মিত্র।
সকাল ১০ টার দিকে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের এই চার ‘হেভিওয়েট’ নেতাদের। পরে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করলেও সিবিআই কর্মকর্তাদের আবেদনে তাতে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
শুক্রবার আসামিপক্ষের আইনজীবী ও ভারতের রাজ্যসভার কংগ্রেসপন্থি সদস্য অভিষেক মনু সিঙভি ফের আসামিদের স্থগিতাদেশ পুনর্বিবেচনা ও জামিনের আবেদন করেন । অন্যদিকে, আবেদনের বিরোধিতা করে অভিযুক্তদের জেল হেফাজত বহাল রাখার পাল্টা আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা।
Google News
গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।
শুনানিতে উভয়ক্ষের আবেদন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদেশ দেওয়ার ক্ষেত্রে মতভেদ দেখা দেয় বেঞ্চের দুই বিচারপতির মধ্যে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আসামিদের জামিন আবেদনের পক্ষে থাকলেও এর বিরোধিতা করেন ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল।
শেষে উভয় বিচারপতির ঐকমত্যের ভিত্তিতে অভিযুক্ত চার তৃণমূল নেতাকে জেল হেফাজতের পরিবর্তে গৃহবন্দি থাকার আদেশ দেন আদালত। আদেশে উভয় বিচারপতি বলেন, গৃহবন্দি থাকাকালে এই চার নেতা সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। তবে বাড়িতে বসে ভিডিও কনফারেন্সে কোনো বাধা নেই।
বাড়িতে বসে দাপ্তরিক কাজও তারা করতে পারবেন বলে আদেশে জানিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারকাজ অন্য রাজ্যে স্থানান্তর বিষয়ক যে আবেদন সিবিআই করেছিল, তারও শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। তবে জামিন নিয়ে দীর্ঘসময় ধরে তর্ক-বিতর্ক চলার কারণে এ দিন সে বিষয়ে আর শুনানি হয়নি।
গত বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের একদল নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টাল।
নিউজ পোর্টালটি দাবি করে , তাদের হাতে রয়েছে এ-সংক্রান্ত ৫২ ঘণ্টার ফুটেজ। ১৪ মার্চ সেই ভিডিওটি কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে ফাঁস করে বিজেপিও।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীদের ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা। এই স্টিং অপারেশনে যাদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তারা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী-২০ লাখ টাকা), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েতমন্ত্রী-৫ লাখ), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), সৌগত রায় (তৃণমূল সাংসদ-৫ লাখ), শুভেন্দু অধিকারী (তৃণমূল সাংসদ-৫ লাখ), কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল সাংসদ-৫ লাখ), প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল সাংসদ-৫ লাখ), শোভনদেব চট্টোপাধ্যায় (কলকাতার মেয়র-৪ লাখ), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী-৫ লাখ), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী-৫ লাখ) এবং মোহাম্মদ আহমেদ মির্জা (জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা-৫ লাখ টাকা)।
নারদকাণ্ডে অভিযুক্তদের মধ্যে দু’জন—মুকুল রায় ও শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির ‘হেভিওয়েট’ নেতা। মুকুল রায় বর্তমানে সর্বভারতীয় বিজেপির সহসভাপতি এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা।
তবে দু’জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনী ব্যবস্থা নেয়নি সিবিআই। এদের বিরুদ্ধে আদৌ আইনী ব্যবস্থা নেওয়া তবে কী না, সে ব্যাপারেও কিছু বলতে অপারগতা জানিয়েছেন সিবিআই কর্মকর্তারা।
রিয়াদ / রিয়াদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

চীনকে নজরে রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান

আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আকারে বড় হচ্ছে হারিকেন অ্যারিন

জামিন পেলেন ইমরান খান

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১
