রেলওয়ে নিয়োগ বিধিমালা সংশোধনে ১৮ সদস্য কমিটি গঠন
অবশেষে টনক নড়েছে রেলপথ মন্ত্রণালয়ের। নিয়োগ বিধিমালা সংশোধন করতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৩ জন রেলভবন ও রেলওয়ে পূর্বাঞ্চলের ৫ জন কর্মকর্তার সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার ১১ জানুয়ারী বাংলাদেশ রেলওয়ে রেলভবন সূত্র নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের কমিটির সত্যতা নিশ্চিত করেন।
২৭ ডিসেম্বর উপ-পরিচালক/পার্সোনেল-২ মো. মিহরাবুর রশীদ খান স্বাক্ষরিত ১৮ সদস্য কমিটি গঠনের চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের দাবীতে আন্দোলনরত রেলওয়ে পোষ্য সোসাইটির অভিযোগ কমিটি সঠিক ভাবে গঠন করা হয়নি।জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে রেলওয়ে পোষ্য সোসাইটি নামক সংগঠনটি সারাদেশ ব্যাপী আন্দোলন-সংগ্রাম করে আসছে এবং জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন সমাবেশ করে। গত ৯ নভেম্বর ২০২১ রেলপথ মন্ত্রীকে এবং ২১ ডিসেম্বর ২০২১ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করে। রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী দপ্তরে স্বারকলিপি প্রদানের পর রেলপথ মন্ত্রণালয় অবশেষে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের উদ্যোগ গ্রহণ করে।এ সম্পর্কে রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির প্রতিবেদককে বলেন, নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য গঠিত কমিটির ১৮ জনের মধ্যে ১৩ জনই রেলভবনে বাকি ৫ জন পূর্বাঞ্চলের। তিনি গঠিত কমিটি সংশোধন করে, ২ জিএম, ১৩টি দপ্তরের মাঠ পর্যায়ের ১৩ জন, ট্রেড ইউনিয়নের অভিজ্ঞ শ্রমিক নেতা ও পোষ্যদের প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠনের দাবী জানান। নতুন নিয়োগ বিধিমালা সংশোধনে গঠিত কমিটির সদস্যরা হলেন, ১) মহাপরিচালক (ডিজি) আহ্বায়ক, ঢাকা, ২) অতিরিক্ত মহাপরিচালক (রোলিং ষ্টক) ঢাকা। ৩) অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠাম) ঢাকা। ৪) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ঢাকা। ৫) অতিরিক্ত মহাপরিচালক (এমএন্ডসিপি) ঢাকা। ৬) অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) ঢাকা। ৭) অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ঢাকা। ৮) যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) ঢাকা। ৯) যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) ঢাকা। ১০) যুগ্ম মহাপরিচালক (ট্রাফিক) ঢাকা। ১১) যুগ্ম মহাপরিচালক (পার্সোনাল) ঢাকা। ১২) সিসিএম, চট্টগ্রাম ১৩) সিএসটি (টেলিকম) চট্টগ্রাম। ১৪) প্রধান চিকিৎসা কর্মকর্তা, চট্টগ্রাম। ১৫) সিইই, চট্টগ্রাম ১৬) সিপিও, চট্টগ্রাম ১৭) সিসিআরএনবি চট্টগ্রাম। ১৮) পরিচালক চিফ পার্সোনাল অফিসার ঢাকা।বাংলাদেশ রেলওয়ে অনুমোদিত ৪৭,৬৩৭ জনবল কাঠামোর জন্য নিয়োগ বিধিমালা সংশোধন করার লক্ষ্যে গঠিত কমিটি খসড়া নিয়োগ বিধিমালা দাখিল করবেন।
মনিরুজ্জামান মনির আরো বলেন, নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য গঠিত কমিটি শুভঙ্করের ফাঁকির কমিটি কি-না তা রেলওয়ে পোষ্য সোসাইটি পর্যবেক্ষণ করছে। রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা, শ্রমিকবান্ধব সরকার, গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা থাকার পরেও স্বৈরাচারিতামূলক নিয়োগ বিধিমালা কি করে অনুমোদন পায় আমরা বুঝতে পারছি না। রেলপথ মন্ত্রণালয়ের বুঝা উচিত যাদের রক্ত আর ঘামে রেলপথ সচল থাকে তাদের অধিকার প্রতিষ্ঠার দলিল হচ্ছে নিয়োগ বিধিমালা। তিনি বলেন, নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন করে অবশ্যই রেলওয়ে নিয়োগ ব্যুরো পুনঃবহাল করতে হবে, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষমতা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এর মহা ব্যবস্থাপককে প্রদান করতে হবে, রেলওয়ের পোষ্যর সংজ্ঞা পরিবর্তন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পুনঃবহাল করতে হবে। এক কথায় যাদের কঠোর পরিশ্রমে রেলপথ সচল থাকে সেই শ্রমিক-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে রেলওয়ে কর্মচারীবান্ধব নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে।
শাফিন / শাফিন
সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন
কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার