ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

‘সাহস’ অপ্রদর্শনযোগ্য : সেন্সর বোর্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ১২:১৯

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের প্রথম ছবি ‘সাহস‘ প্রদর্শনযোগ্য নয় বলে মত দিয়েছে সেন্সর বোর্ড। খুব শিগগিরই সিনেমাটির প্রযোজকের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হবে বলেও সেন্সর সূত্রে জানা যায়। জানা গেছে, সাহস গেলো সপ্তাহে সেন্সরে প্রদর্শিত হয়। ছবিটি দেখার পরই বোর্ড সদস্যরা এ সিদ্ধান্ত নেন।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, অশ্রাব্য সংলাপ, গালাগালি এবং অতিরিক্ত ভায়োলেন্সের জন্য ছবিটি সেন্সর সনদ পায়নি। তাই সেন্সর বোর্ডের সদস্যরা কর্তন দেননি। এর ফলে ছবির আর কিছুই থাকবে না। এতে কাহিনীর ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হবে। তাইতো সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রদর্শনযোগ্য নয় বলে ঘোষণা দিয়েছেন।

ছবিটির পরিচালক সাজ্জাদ খান জানান, আমরা চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেব। তবে আমি ঠিক বুঝতে পারছি না কেন চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হলো। আপত্তির জায়গাটা ঠিক কোথায়?

‘সাহস’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। গল্পে তাদের নাম নীলা ও রায়হান। দুজন অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। আরও আছেন খাইরুল বাসার, রাজু, তুর্যসহ অনেকে। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে বাগেরহাটের থিয়েটার রেপার্টরির সদস্যরা অভিনয় করেছেন।

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে চলচ্চিত্র শিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমাটি ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছিল সেন্সর বোর্ড। সংশোধনের পর ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ২৫ জুন ছবিটি হলে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

জামান / জামান

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'