ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আসছে আরো ৬৫টি

বাংলাদেশকে অশোক লেল্যান্ডের ১৩৫ ট্রাক দিল ভারত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৫:৩৯

বাংলাদেশকে ২০০টি তৈরি ট্রাক দিচ্ছে ভারতীয় গাড়ি নির্মাতা অশোক লেল্যান্ড। এরই মধ্যে ১৩৫টি ট্রাক পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার আওতায় সেগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বলেছে, থ্রিটি, হাইড্রোলিক বিম লিফটার ও স্যুয়ারেজ সাকার মিলিয়ে মোট ১৩৫টি তৈরি ট্রাকের জন্য বাংলাদেশ সরকারের দেয়া দরপত্র জিতেছিল অশোক লেল্যান্ড। সেগুলো এরই মধ্যে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও ৬৫ ইউনিট রেকার ট্রাক পাঠানোর আদেশ পেয়েছে। বিশেষায়িত যানগুলো সড়কের বিভিন্ন কাজে ব্যবহার করবে বাংলাদেশ সরকার।

অশোক লেল্যান্ড বলেছে, বাংলাদেশ আমাদের প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে অন্যতম। এসব ট্রাক সরবরাহ দেশটিতে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল অপারেশন প্রধান আমানদ্বীপ সিং বলেন, আমরা বিদেশি বাজারে, বিশেষ করে সার্ক, জিসিসি ও আফ্রিকায় ব্যবসা এবং পদচিহ্ন বাড়ানোর পরিকল্পনা করছি। শুধু ভারতীয় বাজারে থেকে ঝুঁকিতে পড়ার বদলে রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে।

ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বাংলাদেশের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় গাড়ির ব্র্যান্ড হয়ে উঠেছে অশোক লেল্যান্ড। এ দেশে তাদের ৫০টির বেশি টাচপয়েন্ট রয়েছে।

ভারত থেকে তৈরি গাড়ি সরবরাহ ছাড়াও বাংলাদেশের ধামরাইয়ে ইফাদ অটোর কারখানায় অশোক লেল্যান্ডের ট্রাক, বাসসহ নানা ধরনের হালকা যানবাহন সংযোজন (অ্যাসেম্বল) করা হয়।

জামান / জামান

সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন

কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি

কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি

১৫৮ ইউএনওকে বদলি

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি