ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

স্মার্ট গ্রিড অবকাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের ১৩ কোটি টাকা অনুদান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১০:১৬

বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরও বেশি ব্যয় সাশ্রয়ী ও অভিঘাতসহনশীল করার লক্ষ্যে ১২ কোটি ৯০ লাখ টাকা (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) এ সহায়তা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইউএসটিডিএ-এর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানী ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে, ফলে বৈদ্যুতিক গ্রিড আরো দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

ইউএসটিডিএ-এর সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী দশ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটস-ভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, একটি স্মার্ট গ্রিড দ্বারা আনা দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরও দক্ষতার সাথে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে ৷ তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা একটি অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ যা যে কোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ।

এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএ-এর বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানী অবকাঠামো প্রকল্পগুলোর সাথে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।

ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি উদীয়মান অর্থনীতিতে অগ্রাধিকারমূলক অবকাঠামো প্রকল্পের জন্য মার্কিন পণ্য ও পরিষেবা রপ্তানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। ইউএসটিডিএ প্রকল্প প্রণয়ন ও অংশীদারিত্বমূলক কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য রপ্তানির সুযোগ তৈরি করে যা অংশীদার দেশগুলোতে টেকসই অবকাঠামো তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়।

জামান / জামান

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি

কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি

১৫৮ ইউএনওকে বদলি

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার