রংতুলি-আল্পনায় রঙিন হয়ে উঠছে শহীদ মিনার প্রাঙ্গণ
মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রঙিন হয়ে উঠছে শিল্পীর রংতুলিতে। শহীদ মিনারের পাঁচটি স্তম্ভ এবং বেদি ধুয়ে-মুছে রং করা হয়েছে। আশপাশের দেয়ালেও লেগেছে রং। এর ওপর আল্পনা করছেন শিল্পীরা। একই সঙ্গে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং কবিতার বিশেষ পঙ্ক্তি। শহীদ মিনার প্রাঙ্গণে এসব দৃশ্য দেখা গেছে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে যুক্ত থাকতে পেরে গর্বিত চারুকলা সংশ্লিষ্টরা। অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষক কামাল উদ্দিন জানান, নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের দেয়ালে আমরা রং-আল্পনা করে থাকি। এর মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ফুটে ওঠে। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা এসব কাজে যুক্ত থাকে। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এতটুকু করতে না পারলে তো সাধারণ নাগরিক হিসেবে নিজেকে ব্যর্থ মনে হবে।
১৭ বছর ধরে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আল্পনার কাজ করছেন শিল্পী ইমরান মাহমুদ। তিনি বলেন, ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সেই মহানায়কদের স্মরণে ১৭ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এজন্য একজন বাঙালি হিসেবে গর্ববোধ করছি।
এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায়। অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকাতে দেয়া হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। এছাড়া থাকবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা।
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী জানান, একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় পর্যায়ের একটি অনুষ্ঠান। তাই পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বড় পরিসরে নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ডিএমপি ও র্যাবের নিরাপত্তা বলয় থাকবে। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। করোনা পরিস্থিতিতে শহীদ মিনারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা সনদ দেখাতে হবে।
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে সালাম, জব্বার, রফিক, বরকতের মতো জাতির সূর্যসন্তানরা রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা লাভ করে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা। প্রতি বছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানায় পুরো জাতি।
জামান / জামান
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার