ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নাট্য মিডিয়ার এক নক্ষত্র রোমেল ইশতিয়াক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ২:৬

ঈদের নাটক সহ বেশকিছু নাটকে, ভিন্ন ভিন্ন চরিত্রে মূল ভূমিকায় কাজ করছে অভিনেতা রোমেল ইসতিয়াক। মফস্বলে বেড়ে ওঠা, হার না মানা একজন স্বপ্নবাজ ছেলে। আজকের রোমেল ইসতিয়াক। হ্যা, আজ আমরা যার গল্প বলছি সে, আর কেউ নয়,বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা রোমেল ইসতিয়াক কথা।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার, বাজার সড়কের মরহুম আব্দুল লতিফ ও মোছাঃ সুফিয়া সুলতানা এর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে, অভিনেতা রোমেল ইসতিয়াক সবার ছোট,ও আদরের। লেখা পড়ায় তেমন মনোযোগি না হলেও নাচ,গান, কবিতা, অভিনয়ে ছিলো উন্মাদনা। প্রাইমারী স্কুলে স্কাউট থেকে সাংস্কৃতিক জগতে পা রাখা শুরু করলেও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মিতালি সাহিত্য সংস্কৃতিক সংসদ থেকে, মিতুল সাইফ এর হাতেখড়ি হয়েছিল রোমেল ইসতিয়াক এর। ১৯৯৬ সালে প্রথম শিশু শিল্পী হিসাবে মঞ্চ নাটকে অভিনয় শুরু। বাংলাদেশের অনেক অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেছেন।২০০৪ সালে তার তার কথা ও সুরে তারই কন্ঠে  একক গানের ক্যাসেট রিলিজ হয়,শাহিন অডিও সেন্টারের ব্যানারে। জাতীয় পত্র পত্রিকা সহ বেশ কিছু ম্যাগাজিন পত্রিকা য় নিয়োমিতো কবিতা ছাপা হতো এই অভিনেতার। বহু প্রতিভার অধিকারী রোমেল ইসতিয়াক এর গল্প একদিনে শেষ করা সম্ভব হবেনা। বর্তমানে  তিনি একজন অভিনেতা হিসাবে  নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। টেলিভিশন নাটক, ইউটিউব, ফেসবুক পেইজে সহ সব মাধ্যমে  বর্তমানে সবার ভালোবাসা পাচ্ছেন । তিনি তার দর্শকদের উদ্দেশ্য করে,দোয়া চেয়ে বলেছেন, আমি ভালো কাজ করতে চাই, ভালোগল্পে, ভালো অভিনয় উপহার দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। ইতোমধ্যে তার বেশ কিছু কাজ দর্শকের মনে জাইগা করে নিয়েছে, তার মধ্যে উল্লেখ যোগ্য, মায়ের সম্মান, জনম দুঃখী মা, প্রবাসির চাপা কান্না, রিক্সাওয়ালা থেকে ম্যাজিস্ট্রেট, টিপসই,বংসবদল,একজন তোরাব আলী,হীত বিপরিত, মমতাজ মহল,সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন রোমেল ইসতিয়াক। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে, মিতুল সাইফ এর রচনায় নাটক- কথা ঠিক নেই, সাদনান রনি ও সফিয়ার রহমানের পরিচালনায় নাটক- বোকাজন। এছাড়াও রোমেল ইসতিয়াক ইতোমধ্যে চুক্তি বদ্ধ হয়েছেন রোসেক্স ফিল্ম সহ বেশকিছু কম্পানির  অভিসি,টিভিসি,শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ওয়েবসিরিজ, সিংগেল নাটকে। গল্পের শেষ পর্যায়ে রোমেল ইসতিয়াক বলেন,তার মায়ের স্বপ্ন সে একজন ভালো মানের শিল্পী হোক।আর সেই স্বপ্ন বুকে নিয়ে, হাজারো প্রতিকুলতা পার করে  দোয়া ও ভালোবাসায় সবার হৃদয়ে জায়গা পেতে চাই আপনাদের রোমেল ইসতিয়াক।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা