আশফাক টুলুর ‘প্রেম বাগান'
চলতি সপ্তাহের ২৬শে ফেব্রুয়ারি ইউটুব চ্যানেল জুনারী মিউজিক এর ব্যানারে মুক্তি পাচ্ছে প্রখ্যাত সংগীত পরিচালক আশফাক টুলু পরিচালিত গান ‘প্রেম বাগান'۔ গানটিতে দৈত্ত কণ্ঠ দিয়েছেন প্রীতম নাগ এবং তিশা তিথি এবং এর কথা লিখেছেন তৌহিদুল ইসলাম তৌহিদ। আশফাক টুলু ৯০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত শতাধিক অ্যালবাম এর কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে কন্যা মন দিলা না (সোহাগ) ,রক্ত আলতা পায়ে(সোহাগ),সোহাগী কন্যা (সোহাগ),কন্যা তুমি কই(সোহাগ),গাঙের পানির মত(সোহাগ),প্রেমের তাজমহল (হাসান),কবি(মিক্সড),মা(এন্ড্রু কিশোর/ফেরদৌস ওয়াহিদ,ঘরের বাত্তি(বিপ্লব/মমতাজ) প্রভৃতি।
তিনি বড় হয়েছেন তার জন্মস্থান খুলনা শহরের প্রপারে।ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অদম্য আগ্রহের কারনে পড়াশোনা শেষ করে সংগীত পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নেন।৯০’ সাল থেকে তিনি স্টেজ শো শুরু করেন এবং ৯৬’সাল থেকে সংগীত পরিচালনার কাজে যুক্ত হন।
এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পীরা তার সাথে একাধিক সোলো গানের কাজ করেছেন যেমন আসিফ আকবর,সামিনা চৌধুরী ,কনক চাপা,মনির খান,হাসান,পান্থ কানাই এবং আরো অনেকে।বর্তমানে প্রেম বাগানের পাশাপাশি নাট্য নির্মাতা এবং চলচিত্র পরিচালক অরণ্য আনোয়ার পরিচালিত বাংলা চলচিত্র ‘সীমান্তের ওপারে’ তে ২টি গানের পরিচালনা করেছেন যা শিগ্রই সিনেমা হলে মুক্তি পাবে।‘প্রেম বাগান’ সম্পর্কে আশফাক টুলু বলেন, এটি একটি সফট রোমান্টিক মৌলিক গান যা বর্তমান ধারার গানকেও ছাড়িয়ে দর্শক হৃদয় ছুয়ে যাবে।
আমার সুরে ও পরিচালনায় গানের কথা যিনি লিখেছেন তৌহিদুল ইসলাম তৌহিদ(সাংবাদিক)একজন প্রতিভাবান ব্যক্তি।সে এর আগেও আমার পরিচালিত আরো ২টি গানের কথা লিখেছেন।আমার বিশ্বাস সে গানের কথা লেখার নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে গীতিকার হিসেবে সুনাম অর্জন করবেন আর যারা এই গানে কণ্ঠ দিয়েছেন তারাও অসাধারণ গায়কি ভূমিকা রাখেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।দর্শকদের উদ্দেশে আশফাক টুলু বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং দর্শক হৃদয়ের চাহিদার কথা মাথায় রেখে গানের সুর এবং পরিচালনা করতে হয় যাতে বাংলা গানের ঐতিহ্যবাহী ধারা বজায় থাকে এবং অপসংস্কৃতি থেকে মুক্ত থাকে,আপনারা বাংলা গান শুনবেন নিয়মিত তাহলেই আমি সংগীত পরিচালক ও সুরকার হিসেবে নিজেকে সার্থক মনে করবো।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’