হাবিবুল আউয়াল কমিশনের কে কোন দায়িত্বে ছিলেন
বহু আলোচনা-সমালোচনার মধ্যেই গঠিত হলো নতুন নির্বাচন কমিশন (ইসি)। শনিবার প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) তারা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেবেন।
এবারের নির্বাচন কমিশনেও বরাবরের মতোই আমলাদের প্রাধান্য দেয়া হয়েছে। ৫ জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ তিনজনই সাবেক সচিব। আর একজন সাবেক জেলা ও দায়রা জজ এবং সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন একজন।
হাবিবুল আউয়াল কমিশনকে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছে। তবে বিএনপি তাদের প্রতিক্রিয়ায় বলেছে, সরকারের অনুগত লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নতুন নির্বাচন কমিশনের ৫ জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কী এ বিষয়ে বিস্তারিত দেয়া হলো-
সূত্র জানায়, সিইসি কাজী হাবিবুল আউয়াল অবিভক্ত আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের প্রক্রিয়ায় তার বড় ভূমিকা ছিল। এ ছাড়া তিনি ধর্ম মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তবে বিচার বিভাগের কর্মকর্তা কাজী হাবিবুল আউয়ালের আইন সচিব হিসেবে নিয়োগ অবৈধ ঘোষণা করে ২০১০ সালে রায় দেন আদালত। আইন মন্ত্রণালয়ের সচিব পদে তাকে নিয়োগের সময় নীতিমালা অনুসরণ না হওয়ায় আদালত তার নিয়োগ অবৈধ ঘোষণা করে।
এছাড়া ২০১৫ সালের জানুয়ারিতে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ২০১৬ সালে আরও এক বছর বাড়ানো হয় চুক্তির মেয়াদ। এর পর ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেই ২০১৭ সালে অবসরে যান তিনি।
তার একাধিক সহকর্মী জানান, তিনি চাকরিজীবনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন। তিনি নিজে অন্যায় করতেন না, অন্যায়কে প্রশ্রয় দিতেন না বলে জানিয়েছেন তার সঙ্গে কাজ করা কয়েকজন আমলা।
এ ছাড়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ১৯৮৮ সালে জুডিশিয়াল বিচারক হিসেবে যোগ দেন। তিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজ হিসাবেও দায়িত্ব পালন করেন।
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ছিলেন।
সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। ওই পদে থাকাবস্থায় তিনি সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ছিলেন।
আর সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি ধর্ম মন্ত্রণালয়েরও সচিব ছিলেন। চাকরিজীবনে যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন আনিছুর রহমান। পেশাদার ও সাহসী কর্মকর্তা হিসাবে তার সুনাম রয়েছে।
ইসির একাধিক কর্মকর্তা জানান, এবারই প্রথম প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে একই সঙ্গে তিনজন সিনিয়র সচিব পর্যায়ের সাবেক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলো। এর আগে কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমেদ ও ড. এটিএম শামসুল হুদা কমিশনের সিইসি ও কমিশনার পদে সর্বোচ্চ একজন সাবেক সচিব পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
তারা আরো জানান, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন পাঁচ বছর মেয়াদ শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন। ওই দিন থেকে এ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদ শূন্য রয়েছে। নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা শপথগ্রহণ শেষে ওই পদে অধিষ্ঠিত হবেন। তাদের পাঁচ বছর মেয়াদে আগামী জাতীয় সংসদসহ সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে।
দায়িত্ব পাওয়ার পর ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনাররা। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন বলে জানান। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেদের চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, সব দলকে নির্বাচনমুখী করাই আমাদের লক্ষ্য। বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। এখানে অনেক স্টেকহোল্ডার থাকে। নির্বাচন কমিশন টপ লেভেলের পলিসি ও সিদ্ধান্ত দেয়। কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি ভোটকেন্দ্রে যায় না। সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ ও দায়িত্বশীল করা যায় সেটাও বড় চ্যালেঞ্জ। তাদের মধ্যে এই দায়িত্ববোধ আসতে হবে যে, নির্বাচন হচ্ছে ভোটারদের পবিত্র আমানত। পবিত্র আমানত যাতে খেয়ানত না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিও দেখতে হবে।
জামান / জামান
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার