আজ দৈনিক সকালের সময়ের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপিত হবে। রাজধানীর হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে।
দৈনিক সকালের সময়ের এই আনন্দঘন আয়োজন দুই পর্বে উদযাপিত হবে। প্রথম পর্ব সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক সকালের সময়ের সম্পাদক মো. নূর হাকিম।
প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সমদ্য মো. আব্দুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, সাবেক মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
এছাড়া কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীসহ প্রতিথযশা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দৈনিক সমালের সময়ের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সম্পাদক মো. নূর হাকিম পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জামান / জামান
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার