ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

করণীয় ঠিক করতে আজ প্রথম বৈঠকে বসবে ইসি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-২-২০২২ সকাল ৯:১৯

করণীয় ঠিক করতে ‍আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম বৈঠকে বসবে নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় শপথ নেয়া নতুন চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে, আজকে আমরা শপথ গ্রহণ করেছি। শপথ গ্রহণ করার পরেই কিন্তু কার্যত আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের উপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনো আমাদের বাস্তব দায়িত্ব কার্যস্থলে গিয়ে গ্রহণ করিনি। আগামীকাল আমরা আমাদের কার্যস্থলে যাব। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করব। সংবিধান অনুযায়ী আমাদের উপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানব। ভবিষ্যতে সে দায়িত্ব কীভাবে পালন করব ঠিক এই মুহূর্তে বলতে পারব না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারব।

তবে আশা রাখি, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এ দায়িত্ব যেন আমরা সঠিকভাবে, দক্ষতার সঙ্গে শপথ অনুযায়ী চলতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাই।

ভোটারদের আস্থা ফেরাতে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলব না। গতকালই আমি বেশ কিছু কথা বলে ফেলেছি। নতুন করে আমার আর কোনো বক্তব্য নেই।

নতুন যে বক্তব্য দেব তা আমার যে সহকর্মী আছেন তাদের সঙ্গে বসে ঐক্যমত পোষণ করে আমরা সিদ্ধান্ত নেব, তখন আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারব।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনটাও একটা চ্যালেঞ্জ। নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে।

নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, সেটা লোকাল গর্ভমেন্ট হোক বা সেন্ট্রাল গর্ভমেন্ট হোক। চ্যালেঞ্জ আছে কি না সেটা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দায়িত্ব নেওয়ার পর দেখি চ্যালেঞ্জ আছে কি না। যদি থাকে, তাহলে সেগুলো কীভাবে মোকাবিলা করতে হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের কৌশল নির্ধারণ করব।

নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন করে না, নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা আশাবাদী আমি যে সহকর্মী পেয়েছি, সবাই মিলে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। বিকেল ৪টা ৪০ মিনিটে প্রথমে সিইসিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এরপর বাকি চার কমিশনারকেও শপথবাক্য পাঠ করান তিনি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

জামান / জামান

বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি

নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারিতেই ভোট, কেউ ফাউল করতে নামবেন না: সিইসি

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আমি যতদিন আছি সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

মার্কিন কোম্পানিগুলোকে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রাজউক কর্তৃক নির্মিত ভবনসমূহে (এসটিপি) স্থাপন বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬৬৮

জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে