ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাঁশখালীতে শতবর্ষী ছড়া দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ৩:১৩

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ার জনবহুল বসবাসপূর্ণ এলাকার পানি নিষ্কাশনের শতবর্ষী ছড়াটি দখল করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু ফয়েজ উল্লাহর বিরুদ্ধে।

প্রধান সড়ক হয়ে মনছুরিয়া বাজার হতে জালিয়াখালী নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের অদূরে মোহাব্বত আলী পাড়ার পূর্বদিকে ব্রিজ দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী শিলকূপ ছড়াটি জালিয়াখালী খালের সাথে সংযুক্ত। এ শতবর্ষী ছড়াটি বর্ষাকালে পূর্ব মনকিচর এলাকার অধিকাংশ চাষিদের ও মোহাব্বত আলী পাড়ার ৫ শতাধিক পরিবারের পানি নিষ্কাশনের একমাত্র বিকল্প ছড়া।

৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, শতবর্ষী ছড়াটির জোড়া কালভার্টের মুখ বন্ধ করে অবৈধভাবে ভরাট করে প্রভাবশালী ফয়েজ উল্লাহ পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তার এহেন বেআইনি কাজে এলাকাবাসী বাধা দিলে ওই প্রভাবশালী ফয়েজ উল্লাহ এলাকাবাসীকে প্রতিনিয়ত উল্টো হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এমনকি প্রয়োজনে তিনি অভ্যন্তরীণ সড়কটিও দখল করে নেবেন বলে হুমকি দিচ্ছেন বলেও জানান এলাকাবাসী।

দখলদার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তাকে কিছু বলার সাহস পান না। ছড়াটি ভরাট হয়ে গেলে মোহাব্বত আলী পাড়ার ৫টি মহল্লার ৫ শতাধিক পরিবার বর্ষাকালে পানিবন্দি হয়ে পড়বে।

স্থানীয় ইউপি সদস্য আদর্শন বড়ুয়া বলেন, শতবর্ষী ছড়াটি দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি এলাকাবাসীর জন্য অশনিসংকেত বয়ে আনবে। বিশেষ করে মোহাব্বত আলী পাড়ার ৫ শতাধিক পরিবারের লোকজন বর্ষাকালে পানিবন্দি হয়ে পড়বেন। ছড়াটি দখলমুক্ত করা ও পুনঃখননের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় মু. সেলিম উদ্দিন ও ব্যবসায়ী মাহবুবসহ অনেকে বলেন, উক্ত শতবর্ষী ছড়াটি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্থবায়ন করাসহ অত্র এলাকার জনগণের দ‍ুর্ভোগ লাগবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনের সুমতি কামনা করছি। অন্যথায় বর্ষাকালে এ গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়বে।

তারা আরো বলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর শতবর্ষী ছড়াটি দখলমুক্ত করে, অবৈধ দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এলাকাবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ছড়া দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে এলাকাবাসীর লিখিত গণস্বাক্ষর সংবলিত একটি অভিযোগ পেয়েছি। শিলকূপ ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রেরণের জন্য অবহিত করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা

পুলিশের বাইরে আলাদা তদন্ত সংস্থার সুপারিশ

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা চলছে সকালেও

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

বিচার বিভাগ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব এসেছে : প্রেস সচিব

আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা

হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি : হাসনাত আবদুল্লাহ

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর