এশিয়ান ফোক এর মূল পর্বে আরিয়ান শান্ত
বাংলাদেশে প্রথমবারের মত ফোক গানের মেগা রিয়েলিটি শো (এশিয়ান ফোক) কুমিল্লা জেলার প্রাথমিক নির্বাচনী পর্ব আজকে শেষ হয়েছে । এই নির্বাচনী পর্বকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা চলে যান দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্ব থেকে ১২ জনকে পরবর্তী মূল পর্বের জন্য বিচারকগণ নির্বাচিত করেছেন।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে-পূর্বশ্রীরামদী,পুরানবাজার, চাঁদপুর থেকে আরিয়ান শান্ত মূল পর্বে নির্বাচিত হয়েছেন। আরিয়ান শান্ত বর্তমানে একজন পরিচিত মুখ। তিনি এর আগে আরটিভি কর্তৃক আয়োজিত ইয়ং ষ্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে ভালো গান গেয়ে বিচারকদরে মন জয় করলেও ২২ বছর থেকে কয়েক মাস বয়স বেশি থাকার কারণে তাকে বাদ পড়তে হয়। কিন্তু গানের প্রতি তাঁর ভালোবাসা তাকে সংগীত প্রাঙ্গন থেকে দূরে সরাতে পারেনি। ইতিমধ্যে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন বাংলার অরিজিত সিং হিসেবে। এছাড়াও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার থিম সং নিজে লিখে ও নিজেই সুর করে সবার প্রশংসায় ভাসসেন তিনি। ফোক গানের প্রতি তেমন আগ্রহ না থাকলেও নিজেকে যাচায়ের জন্য তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নিজের আত্মবিশ্বাস নিয়ে ফোক গান গেয়ে তিনি বিচারকদের মন জয় করে নেন ও মূল পর্বের জন্য নির্বাচিত হন। আরিয়ান শান্ত তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন , ধৈর্যবান ব্যাক্তিকে আল্লাহ পছন্দ করেন। আর তাই মহান আল্লাহর রহমতে আমি মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছি । আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি তাই সকলের কাছে দোয়া প্রত্যাশী। আরিয়ান আরো জানান এটিএন বাংলা কর্তৃক আয়োজিত আগামীর তারকা শোতে তিনি অংশগ্রহণ করবেন ও ইতিমধ্যে তিনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’