যেসব সবজি অতিরিক্ত খেলে বিপদ
 
                                    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে সামান্য অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়। তখন রোগের আক্রমণও জোরালো হয়। তাই চিকিৎসকরা এমন খাবার খাওয়ার পরামর্শ দেন যাতে শরীরের শক্তি বৃদ্ধি হয়। অনেকেই খাবার এবং ডায়েট চার্ট সম্পর্কে বেশ সচেতন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন অনেক সবজি অতিরিক্ত খেলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিদিনের ডায়েট চার্টে কিছু খাবার অতিরিক্ত পরিমাণে থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই কোন খাবার কখন, কতটা পরিমাণে খাওয়া উচিত তা জেনে নেওয়া দরকার।
গাজর : গাজরে আছে অনেক পুষ্টিগুণ। সুস্বাদু এই সবজি অনেকে রান্না না করেও খেয়ে থাকেন। কিন্তু বেশি পরিমাণে গাজর খেলে ত্বকের রং পরিবর্তন হতে থাকে। বিশেষত তা পা, হাত, গোড়ালিতে দেখা যায়। বেশি পরিমাণে গাজর খেলে তা রক্ত সঞ্চালনেও বাধা সৃষ্টি করে।
লেবু : লেবুকে ভিটামিন সি-এর উৎস বলা হয়। ভিটামিন সি ত্বক, হাড়, দাঁত ভালো রাখলেও এটি অতিরিক্ত গ্রহণে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। কিন্তু অতিরিক্ত লেবু খেলে সাইট্রিস অ্যাসিডের কারণে দাঁত ক্ষয় হতে পারে। মুখের ভেতরে ফোঁড়া বা ঘা দেখা দিতে পারে। খালি পেটে বেশি লেবু খেলে তা হজমে সমস্যা সৃষ্টি করে। তাই বেশি ভিটামিন সি পাওয়ার জন্য অতিরিক্ত লেবু খাবেন না।
বিট : রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে বিট। আবার স্যান্ডউইচ বা সালাদে খাওয়া যায় বিট। কিন্তু যে কোনও কিছু অতিরিক্ত খাওয়া উচিত নয়। একই কথা প্রযোজ্য বিটের ক্ষেত্রেও। এতে হতে পারে কিডনির সমস্যা। একইসঙ্গে ক্যালসিয়াম শোষণেও বাধা সৃষ্টি করে।
মাশরুম : আমিষ হিসেবে পরিচিত মাশরুম বেশ জনপ্রিয় একটি সবজি। এই সবজির খাদ্যগুণও প্রচুর। যারা আমিষ খান না তাদের শরীরে আমিষের প্রয়োজনীয়তাগুলো মেটাতে সাহায্য করে আমিষ। তবে সব ধরনের মাশরুম কিন্তু খাওয়া যায় না। বেশি মাশরুম খেলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের মাশরুম এড়িয়ে চলাই ভালো।
বেগুন : অতিরিক্ত পরিমাণে বেগুন খেলেও তা পেটের পক্ষে ক্ষতিকর। বমির সমস্যা থেকে পেট ব্যথা হয়। বেগুনে থাকে সোলানাইন যা নার্ভাস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনালের সমস্যার কারণ হতে পারে।
ফুলকপি : ফুলকপির রয়েছে অনেক উপকারিতা। এই সবজি বেশি খেলে বাড়তে পারে পেটের সমস্যা। অ্যাসিডিটির মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে ফুলকপির কারণে। রাইফনোজ নামক এক ধরনের কার্বস যৌগটি আমাদের শরীর পুরোপুরি হজম করতে পারে না। তাই ফুলকপি বেশি খেলে পেটে ব্যথা বা পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। এটি কাঁচা খাওয়া আরও বেশি ক্ষতিকর।
বাধাকপি : রান্না না করা অবস্থায় অনেকেই সালাদ হিসেবে বাধাকপি খেয়ে থাকেন। এর ফলে হজমের সমস্যা হয়ে থাকে। লাগাতার এই পদ্ধতিতে খেতে থাকলে ভবিষ্য়তে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।
প্রীতি / প্রীতি
 
                ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে
 
                জীবনে সুখী হওয়ার জন্য যে ৪ কাজ করতে হবে
 
                অতিরিক্ত হাসিই হতে পারে মৃত্যুর কারণ!
 
                শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
 
                পেট ভালো রাখতে আপনাকে যা করতে হবে
 
                ডিমের বিস্কুট পিঠা তৈরির রেসিপি জেনে নিন
 
                মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
 
                লিভার ভালো রাখতে যে তিনটি ফল খাবেন
 
                শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২
 
                আপনার সন্তানও ভুগতে পারে মানসিক চাপে, বুঝবেন যেভাবে
 
                লিভার ভালো রাখতে কোন ৫ খাবার নিয়মিত খাবেন?
 
                চকোলেট স্পঞ্জ কেক তৈরির রেসিপি
 
                 
                