ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মাসিকের ভোগান্তিতে পাশে থাকবে ‘বন্ধু টাইম’


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৩:৩৭

নারীর পিরিয়ড বা মাসিকের সময় ভোগান্তি লাঘবে পাশে থাকবে ‘বন্ধু টাইম’। বাংলাদেশের সর্বপ্রথম স্বাস্থ্য সচেতনতামূলক পণ্য সরবরাহকারী অলাভজনক সংস্থা এটি।যার যাত্রা শুরু হয় ২০২১ সালের জুলাইয়ে। একদল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় ‘বন্ধু টাইম’ এর যাত্রা।

এই নারীদের পিরিয়ডের সময় স্যানিটারী ন্যাপকিন বাসায় পৌঁছে দিয়ে থাকে। আর এ সেবার নাম হচ্ছে ‘বন্ধু টাইম এ চলে আসবে’।

এই সংস্থার লক্ষ্য হলো-

১. নারীদের একটি চিন্তামুক্ত জীবন উপহার দেওয়া।
২. কাঙ্ক্ষিত স্যানিটারী ন্যাপকিন যথা সময়ে হাতের কাছে পৌঁছে দেওয়া।
৩. তাদের পিরিয়ড সাইকেলে নজরদারি করা।
৪. সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ন্যাপকিন পৌঁছে দেওয়া।

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন আনবে তারা। যা খুব সহজেই যে কেউ যে কোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন।

বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেই সেবা দিয়ে আসছে বন্ধু টাইম। যার মাধ্যমে এরই মধ্যে প্রায় ১০০০ এরও বেশি নারীদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি।

বন্ধু টাইমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: নূর এ রাফছান রোহান বলেন, ‘আমরা হয়তো নারীদের পিরিয়ডের কষ্ট ভাগ করতে পারবো না, তবে তাদের পাশে থেকে পিরিয়ডের ভোগান্তি কমানোর চেষ্টা করবো।’

বিস্তারিত জানুন: www.bondhutime.com

মৌমিতা / মৌমিতা