ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৭:৪০

হযরত শাহজালাল (র.)-এর পূর্নভুমি, সবুজ নৈসর্গিক চায়ের দেশ ও পর্যটনকেন্দ্র সিলেটে ২৭ শে মার্চ ২০২২ সন্ধ্যা ৬টায় ৫ তারকা ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এই হোটেলটিতে আছে ২৩৫টি সুসজ্জিত কক্ষ, সুইমিংপুল, জিম, স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল ও শিশুদের জন্য ‘ফ্যান্টাসি আর্কেড’ নামক বিশেষ খেলার জায়গা।

এখানেই শেষ নয়, আছে ৫টি ভিন্ন ভিন্ন স্বাদের খাবার রেস্টুরেন্ট-সিগনেচার অল ডে ডাইনিং, স্মোকি গ্রিল, স্কাই কাবানা, সাহারা লাউঞ্চ, এসপ্রেসো ডেলি নামক কপি সপ। এসব রেস্টুরেন্ট গুলোতে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও আছে আধুনিক সুযোগ সুবিধাসহ  ৫৫০ জন ধারণ ক্ষমতা  সম্পন্ন বিশেষ ব্যাঙ্কুয়েট হল যেখানে সামাজিক অনুষ্ঠানসহ নানা রকমের, কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যাবে।

গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর চেয়ারম্যান জনাব আলি মোহাম্মাদ জাকারিয়া বলেন, এমন একটি ৫ তারকা হোটেলর বিশেষ কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং সিলেটের সন্তান হিসেবে সিলেটবাসীর আশা পূরন করতে পেরেছি।

এ সম্পর্কে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, ‘আমি চাই এই শহরে বসবাসরত এবং আগত পর্যটকগণ আরও দ্বিগুন হারে আসুক এবং আমাদের আর্ন্তজাতিক মানের আতিথিয়তা গ্রহণ করুক । তার সাথে যোগ করে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর এমডি মোহাম্মদ ফখরুদ্দীন রাজী বলেন, ‘এই হোটেলটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যা আজ বাস্তবায়ন হল। এই হোটেলিতে যারা আসবেন তাদের জন্য থাকবে বিশেষ সুযোগ সুবিধা।’

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের পুরো পরিচালনা পর্ষদ উপস্থিত থেকে তাদের আমন্ত্রন জানান। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোট সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের খুব কাছে অবস্থিত।

সাদিক পলাশ / সাদিক পলাশ

সেরা কালোভুনা, ব্যতিক্রম ঝুরা গোশত ও সুস্বাদু হান্ডি গোশত বেনারশী পল্লীর আপ্যায়ন হোটেল ও রেস্টুরেন্টে

হার্ট অ্যাটাকের এক মাসের আগেই শরীর সর্তক করে

ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে

মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়, বাঁচতে যা করবেন

ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

দাম্পত্যে ব্যক্তিগত সম্মান কতটা জরুরি?

সকালে যে ৫ পানীয় বেশি উপকারী

ঘুমের সময় মস্তিষ্ক কী কী কাজ করে

দুধ-জুসে কি শিশুর দাঁতে ক্যাভিটি হয়?

সন্তানের হাতের লেখা ভালো করার কৌশল

বয়স ৫০ পেরিয়েও সুস্থ থাকার ৫ উপায়

পুড়ে গেলে কেন বরফ দিতে নিষেধ করেন বিশেষজ্ঞরা

ঢাকাবাসীকে নতুন স্বাদের সব কেবাব দিচ্ছে কেবাব এক্সপ্রেস মোহাম্মাদপুর