আসছে ভিন্ন গল্প নিয়ে রোমেল ইসতিয়াক
ভিন্ন ভিন্ন গল্পে মূল ভুমিকায় ব্যাস্ত হয়ে পড়েছেন সময়ের দর্শক প্রিয় অভিনেতা রোমেল ইসতিয়াক। আসছে পবিত্র রমজান ও ঈদে অসংখ্য সামাজিক গল্পের নাটক,শর্ট ফিল্ম, ও মিউজিক ভিডিও নিয়ে। রোমেল ইসতিয়াক এর সাথে আজ সুটিং চলাকালিন সাক্ষাৎকারে তিনি জানান, এবারের রমজান ও ঈদ তার অভিনয় জীবনের একটি মাইল ফলক ও মনে রাখার মতো দিন হতে যাচ্ছে। অসংখ্য একক নাটক সহ ধারাবাহিক, ছোট গল্প, মিউজিক ভিডিওর কাজ তার হাতে, ইউটিউব, ফেজবুক পেইজ, বেসরকারি টেলিভিশনে বেশ কিছু নাটক প্রচার হবে বলে আশা রাখছেন রোমেল ইসতিয়াক। রোমেল ইসতিয়াক বরবরই একটু সামাজিক গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরো বলেন নাটক হোক বা সিনেমা ভালো গল্প দেখতে চাই এখন দর্শক। নায়ক নায়িকা নয়। সেকারনে তিনি অভিনয়ের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন গল্পের প্রতি। আমরা আজ রোমেল ইসতিয়াক এর সাথে কথা বলছিলাম জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক জুয়েল শরিফ ভাইয়ের সেটে। এবারের রমজান ও ঈদে জুয়েল শরিফ ভাই এর পরিচালনায় বেশ কিছু সামাজিক পারিবারিক গল্পে কাজ করছেন বলে জানায় অভিনেতা রোমেল ইসতিয়াক। আজকের সুটিং ইউনিটে রোমেল ইসতিয়াক এর পাশাপাশি যারা অভিনয় শিল্পী ছিলেন, আনোয়ার হোসেন নাইমা আঞ্জুমান মুন, উজমা জেসিন সিনহা, শশী আফরোজা,বাবু, শিশুশিল্পী অর্নিল সহ আরো অনেকে। পরিচালক জুয়েল শরিফ এর এই গল্প গুলি দর্শক দেখতে পাবেন নিউজ টুয়েন্টিফোর এর ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেইজবুক পেইজে। রোমেল ইসতিয়াক কথার শেষ মূহুর্তে তার দর্শকদের কাছ থেকে দোয়া চেয়ে বলেন, আপনারা আমার অভিনিত কাজ গুলাতে আগেও যেমন সাপোর্ট দিয়েছেন। আশাকরি আগামীতেও এভাবেই আমার পাশে থাকবেন। রোমেল ইসতিয়াক মনে করেন তার অভিনয়ের একমাত্র শক্তি তার মায়ের দোয়া ও তার দর্শকদের ভালোবাসা।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’