নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি ক্যাবের
অসাধু, মুনাফাখোর ও মজুদদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়েছে বলে জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এই কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে বিচার দাবি করেছে সংস্থাটি। বুধবার (৩০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধনে ক্যাবের সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, করোনাকালীন যখন লকডাউন ছিল, তখন কিন্তু দ্রব্যমূল্য বাড়েনি। পরবর্তী সময়ে প্রতিযোগিতা করে দাম বাড়ানো হয়েছে। কাগজ-কলম থেকে শুরু করে টয়লেট টিস্যুর দামও বেড়েছে। এখন বেসরকারি-সরকারি প্রতিষ্ঠানগুলো দাম বাড়াচ্ছে। একজন সীমিত আয়ের মানুষের পক্ষে জীবন-জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। আপনারা অনেকেই দেখেছেন পরিবার চালাতে না পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
তিনি আরো বলেন, ভোক্তা অধিকার থেকে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে। ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বাজার ও দোকানে মূল্য তালিকা থাকার কথা। বাজার তদারকি যারা করছেন তারা প্রতিবারই জরিমানা করছেন। অল্প কিছু টাকা (৫ থেকে ১০ হাজার) জরিমানা করা হচ্ছে।
জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বেড়ে যাবে। টিসিবি পণ্যের জন্য এক কোটি মানুষকে কার্ড দেয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আরো বেশি মানুষকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেয়া হোক।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাজের হোসাইন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে আরো কঠোর হতে হবে। আপনি ব্যবসায়ীদের সতর্ক করলেও তারা সতর্ক হবে না। চোরে না শোনে ধর্মের কাহিনী। তাই আপনাকে শক্ত হাতে এসব দমন করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
জামান / জামান
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার