বিয়ে নিয়ে ভুল তথ্য, নুসরাতের নামে সংসদে নালিশ
 
                                    ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে গিয়ে দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তৃণমূলের ওয়েবসাইটে দেয়া তথ্যেও রয়েছে নায়িকা বিবাহিত, তার স্বামীর নাম নিখিল জৈন। অথচ এই বিয়েকে অস্বীকার করে সেটিকে লিভ টুগেদার আখ্যা দিয়েছেন নুসরাত জাহান। নিখিলের সঙ্গে নাকি তার বিয়েই হয়নি।
এই মন্তব্যে পর কম কটাক্ষ শুনতে হয়নি তৃণমূলের বশিরহাট কেন্দ্রের সাংসদকে। এখনো নেটবাসীর নানা কুমন্তব্য ও মিমের শিকার হচ্ছেন তিনি। তারই মাঝে এবার নুসরাতের বিরুদ্ধে লোকসভার স্পিকারের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। তার অভিযোগ, নিজের বৈবাহিক জীবন নিয়ে লোকসভায় বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন নুসরাত জাহান। ঘটনাটি তদন্ত করতে তিনি লোকসভার এথিকস কমিটিকে অনুরোধ করেছেন।
জানা গেছে, নুসরাতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে গত ১৯ জুন স্পিকারকে একটি চিঠি লেখেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে তৃণমূল সাংসদের লোকসভা প্রোফাইলও জুড়ে দেন তিনি। যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন নুসরাত।
চিঠিতে মৌর্য অভিযোগ করেন, ‘লোকসভায় শপথগ্রহণের সময়ও নিজেকে নুসারত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে বৈবাহিক জীবন সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নুসরাত যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে মিল খাচ্ছে না আগের তথ্য।’
বিজেপির এই সাংসদ আরও জানান, ২০১৯ সালের ২৫ জুন শাড়ি, সিঁদুর পরে হিন্দু নববধূর সাজে নুসরাত লোকসভায় শপথ নিয়েছিলেন। তখন কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় তাকে। সেই সময় সাংসদদের একটা বড় অংশকে পাশে পেয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকি সংবাদমাধ্যমে দেখা গেছে, তার বিয়ের রিসেপশনে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংঙ্ঘমিত্রা দায়ুনের বিজেপি সাংসদ। তিনি জানান, ব্যক্তিগত জীবনে নুসরাত কী করছেন, তাতে কেউ নাক গলাচ্ছে না। তবে বৈবাহিক জীবন সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য এটাই ইঙ্গিত দেয় যে, লোকসভায় বিভ্রান্তিকর তথ্য পেশ করেছেন নুসরাত, যা অনৈতিক ও বেআইনি। যদিও এ বিষয়ে নুসরাত এখনো কোনো বিবৃতি দেন।
প্রীতি / প্রীতি
 
                ‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
 
                দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
 
                গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
 
                সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা
 
                জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার
 
                অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
 
                ‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
 
                দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
 
                শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
 
                বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
 
                ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
 
                সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
 
                 
                