ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিয়ের আগে মেয়ের গর্ভধারণের প্রশ্নে যা বললেন অনুরাগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ রাত ৯:৩৬

২০ জুন বাবা দিবস উপলক্ষে বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপকে বিশেষ ট্রিট দেন তার কন্যা আলিয়া কাশ্যপ। তারই এক ফাঁকে প্রশ্ন করে বাবাকে এক প্রকার বেকায়দায় ফেলে দেন অনুরাগ কন্যা। 

‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরিচালকের কাছে আলিয়া জানতে জান তার বয়ফ্রেন্ড শেন গ্রেগরিকে নিয়ে বাবার ধারণা কী? জবাবে অনুরাগ বলেন, ‘আমার তো শেনকে ভালোই লাগে। আমার আসলে তোমার চয়েজ বেশ পছন্দ। বন্ধুদের বেলায়, ছেলেদের ক্ষেত্রেও তোমার পছন্দ ভালো। শেন ভালো ছেলে, খুব আধ্যাত্মিক, শান্ত, ওর মধ্যে এমন কিছু গুণ আছে যা অনেক পুরুষের ৪০ বছরে হয় না। কঠিন পরিস্থিতিতে দারুণ সামলাতে পারে’।

আলিয়া এদিন বাবাকে একটি কঠিন প্রশ্নও করেন- ‘আচ্ছা, যদি আমি তোমাকে বলি, আমি গর্ভবতী?’ জবাবে অনুরাগ জানান, ‘আমি জানতে চাইব তুমি সত্যি মা হওয়ার জন্য তৈরি কি-না। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি সেটাই সমর্থন করব। আর সেটা তুমি ভালোভাবেই জানো। নিঃসন্দেহে সেটার জন্য তোমাকে হয়ত জীবনে অনেক কঠিন মূল্য দিতে হবে, সেই সম্পর্কেও তোমাকে একটা ধারণা দেব। কিন্তু শেষ পর্যন্ত তোমার পাশে থাকব।'

বিয়ের আগে যৌন সম্পর্কে জড়িত থাকা নিয়েও বাবাকে প্রশ্ন করেন আলিয়া। এই প্রশ্ন হেসে ‘মনমরজিয়া’ পরিচালক বলেন, ‘এটা আশির দশকের প্রশ্ন, বিষয়টা এখন অনেক এগিয়ে গেছে। এটা আমরা কলেজে থাকাকালীন করতাম এবং সেটার ঠিক-বেঠিক বিচার করতাম।'

অনুরাগ আরও বলেন, ‘আমাদের সেক্সুয়ালিটি, সেক্স এবং শরীরের বিষয়টা বুঝতে হবে। কোনও ধরনের চাপে পড়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে চলবে না। অথবা নিজেকে শান্ত প্রমাণের জন্য কোনও যৌন সম্পর্কে জড়ানোর দরকার নেই। তুমি সেটা তখন কর, যখন তুমি নিজে তেমনটা করতে চাইবে, তোমার মনে হবে তুমি তৈরি এবং তোমার সঙ্গে কেউ রয়েছে। সেটা বিশেষ কোনও মানুষ হতে হবে।’

মেয়েদের ছেলে-বন্ধু নিয়ে কোনও রাগঢাক নেই অনুরাগের। এ বিষয়ে জনপ্রিয় এই বলিউড পরিচালক বলেন, অনেক সময়ই মদ্যপ অবস্থায় বাবাকে ফোন করে কাণ্ড ঘটিয়েছেন আলিয়া। এমনকি বহুবার মদ্যপ অবস্থায় আলিয়ার বন্ধুরাও ডায়লগ শুনিয়েছেন তাকে। তবে ভালোবাসা নিয়ে সব পরিস্থিতিতেই মেয়ের পাশে থাকেন তিনি।

কফিল / কফিল

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী