ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

'সুনীল অর্থনীতির জন্য আলাদা মন্ত্রণালয় প্রয়োজন'


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১৪-৫-২০২২ রাত ৮:৩

সুনীল অর্থনীতির জন্য আলাদা মন্ত্রণালয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকবৃন্দ। এতে দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিশ্চিত হবে।

আজ শনিবার (১৪ মে) শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কার্নিভাল হলে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে "সুনীল অর্থনীতি: জাতীয় অগ্রগতিতে এক প্রাতিষ্ঠানিকরণ এর সম্ভাবনা" বিষয়ে এক গোলটেবিল পরামর্শমূলক গণসংলাপে আলোচনায় বিষয়টি উঠে আসে।

পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এমএইউ) রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম, বিএন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, পানির সাথে আমাদের সম্পর্ক প্রাচীন। বর্তমান জীবনযাত্রায় এ সম্পর্ক অনেক কমে গিয়েছে। তবে বর্তমান সরকার সুনীল অর্থনীতি নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। অনেক সমস্যা থাকলেও আমরা এগিয়ে যাচ্ছি। করোনা পরবর্তী সময়ে আমরা অর্থনীতি পুনরুদ্ধারে নানান পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, ব্লু ইকনমির ফলে দোশের জিডিপি ৩% বাড়বে। এতে করে আমরা উন্নত বিশ্বের দিকে আরও অগ্রসব হবো। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এমএইউ) রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম বলেন, বঙ্গবন্ধু সুনীল অর্থনীতির দিগন্ত উন্মোচন করেছিলেন। তবে সমন্বয়ের অভাবে এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের সকল মন্ত্রণালয় ও বিভাগকে একত্রিত হয়ে সুনীল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুনীল অর্থনীতি নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির আলোচনায় বার বার নির্দেশনা প্রদান করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয় তাই সুনীল অর্থনীতি নিয়ে বিশদ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

সংলাপে সুনীল অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডকে আটটি প্রধান থিমেটিক এরিয়ার (১. মেরিন ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ২. মেরিন শক্তি ৩. মেরিন বায়োটেকনোলজি এবং থেরাপিউটিকস ৪. মেরিন পর্যটন ৫. জাহাজ ও বন্দর ব্যবস্থাপনা ৬. সমুদ্র শাসন এবং ব্যবস্থাপনা ৭. মেরিন ফাইন্যান্স ৮. স্যাটেলাইট ওশানোগ্রাফি এন্ড আইসিটি) উপর ভিত্তি করে ২০টিরওও অধিক গবেষণা সেক্টরে (যেমন- মেরিন ফিশারিজ, টুনা ফিশারিজ মেরিকালচার, সি-উইড চাষ, মুক্তা চাষ, নবায়নযোগ্য শক্তি, অ-নবায়নযোগ্য শক্তি, এনার্জি মিক্স, জাহাজ পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, গভীর সমুদ্রবন্দর, মেরিন স্পেশিয়াল প্ল্যানিং ইত্যাদি) ভাগ করা হয়। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এসব সেক্টরের বর্তমান ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংলাপে অংশগ্রহণকারীরা বিশদ আলোচনা করেন। আলোচনার মাধ্যমে ২০টি গবেষণার বিষয় চিহ্নিত করে করা হয়, যেগুলো বাংলাদেশ পরিকল্পনা কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত সুনীল অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে খণ্ডিতভাবে পরিচালিত হয়ে আসছে। সংলাপে বাংলাদেশের সুনীল অর্থনীতি সম্ভাবনাকে জাতীয় অগ্রগতিতে কিভাবে প্রাতিষ্ঠানিকরণ করা যেতে পারে এর উপর গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানে পরামর্শমূলক পলিসি সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাওছার আহাম্মদ। এছাড়া "বাংলাদেশে সুনীল অর্থনীতি এবং সামাজিক সুরক্ষা" নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি'র সোশ্যাল সিকিউরিটি পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার আমিনুল আরেফিন।

অনুষ্ঠানে সুনীল অর্থনীতি সম্পর্কিত বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী, বন্দর কর্তৃপক্ষ ও গবেষণা প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকবৃন্দ, বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান