ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বেসরকারি খাতে বড় বিনিয়োগে সহায়তা করবে মিগা


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ২:১৩
বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ এসেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান 'মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি'র (মিগা) মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টর হয় এই বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। এখন বড় বড় বিনিয়োগ বা ঋণ পেতে বেসরকারি খাতকে সরকারের দিকে চেয়ে থাকতে হবে না মিগা গ্যারান্টর হতে আগ্রহ প্রকাশ করেছেন (মিগা) ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ।
 
আজ সোমবার (১৬ মে) নগরীরর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান জুনায়েদ কামাল আহমদ। জুনায়েদ কামাল আহমদ বলেন, মিগা’র  দায়িত্ব বাজার থেকে যে টাকা আসবে সেটার কিভাবে মেয়াদ বৃদ্ধি করা যায় কিভাবে সুদ কমানো যায় সেটা দেখার। দেশে পানি ও অবকাঠামোত খাতে বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব নেবে মিগা। বাংলাদেশ লো ইনকাম থেকে লো মিডিল ইনকামে যাচ্ছে। আমার বিশ্বাস ভবিষ্যতে মিগা বাংলাদেশে কাজ করতে পারবো।  ইতোমধেই বিদ্যুতে ১০ শতাংশ বিনিয়োগ নিয়ে এসেছে মিগা।  আগে সরকারের গ্যারান্টি দিতে এখন এই দায়িত্ব নেবে মিগা।
 
তিনি আরও বলেন, মিগা’র গ্যারান্টিতে দেশে আরও বিনিয়োগ বাড়াবো। দক্ষিণ এশিয়ার সব থেকে দ্রুত অর্থনৈতিক গতির দেশ বাংলাদেশ। আমরা পার্টনারশিপ হিসেবে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসবো। বর্তমানে বিদ্যুৎ ও সারে বিনিয়োগ নিয়ে আসছি। এখন আমরা অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আসবো পানি বলেন, রেল বলেন, সড়ক বলেন। আমরা অর্থনৈতিক অঞ্চলে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবো।
  
পরিকল্পনামন্ত্রী বলেন, জুনায়েদ কামাল আহমদ আমাদের মাটির সন্তান। বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট। তার দল বল নিয়ে আমার সঙ্গে বৈঠক করেন। মিগা নিজেরাই ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঋণ নিয়ে আসবে। বেসরকারি খাত, পানি উন্নয়ন, রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গ্যারান্টর হতে আগ্রহী সংস্থাটি। সরকারকে আলাদাভাবে কোন গ্যারান্টি দিতে হবে না। তবে সরকারের কনসার্ন করে তারা বড় বড় বিনিয়োগ নিয়ে আসবে। এতে করে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে।
 
তিনি বলেন, পশ্চিমা অনেক ঋণ দানকারী সংস্থা আছে যারা যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নেই। তাদেরকে বাংলাদেশ বিষয়ে আরও পরিচিত করাবে মিগা।

এমএসএম / সাদিক পলাশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান