ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

করোনা সাফল্য আমাদের কাজের সাহস ও উৎসাহ বাড়িয়ে দিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ১৯-৫-২০২২ রাত ১১:৩৫
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেছেন,স্বাস্থ্য খাতে কাজের সাফল্য আমাদের সাহস ও উৎসাহ বাড়িয়ে দিয়েছে। এ সাহস নিয়ে আমাদেরকে অসংক্রন রোগের অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল থামাতে হবে। 
 
আজ  রাজধানীর বনানী শেরাটনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ননকমিউনিকেবল ডিজিজ এর  উপর আয়োজিত গবেষাপত্র উপাস্থাপন বিষয়ে এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।মন্ত্রী বলেন, মহামারি করোনা মোকাবেলায় সাহসী নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে  করোনা মোকাবেলায় ৫ম স্থান অধিকার করে রোল মডেল হয়ে গেছে। তিনি বলেন, প্রকৃত হিসেবে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। কারণ যে চারটি দেশ আমাদের সামনে রয়েছে  টোটাল চার দেশের জনসংখ্যা  এক কোটির বেশী নয়। আর  আমাদের ১৭ কোটি জনসংখ্যা । সে বিবেচনা সামনে নিলে আমরাই করোনা মোকাবেলায় ১নং এ রয়েছি।
তিনি আরো বলেন, সংক্রমন রোগে আমাদের দেশে এক সময়ে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। এখন সে অবস্থা আর নেই । এটা ঠিক। কিন্তু  অসংক্রমন রোগ এখন নতুন চ্যালেঞ্জ  হিসেবে আমাদের সামনে চলে এসেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেবে আমাদের দেশে টোটাল মৃত্যুর ৬৭ শতাংশ এখন মারা যাচ্ছে অসংক্রমন রোগে।  প্রতিমাসে আমাদের দেশে কমবেশী  ১০ লাখ লোক মারা যায়। এর ৬৭ শতাংশই মারা যাচ্ছে অসংক্রমন রোগে। হিসেবের গড় করলে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ২০০০ মানুষ। এ চিত্র অনেক ভয়াবহ। কারণ করোনা কালে আমাদের দেশে গড়ে  কয়েকজন  লোক মারা গেছে। এতেই আমরা অস্থির হয়ে গিয়েছিলাম। সে তুলনায় অসংক্রমন রোগে মৃত্যুর হার নিয়ে ভাবার সময় এসে গেছে।  এর জন্য গবেষনা আমাদের নতুন পথ দেখাবে। এটা নিয়ন্ত্রণের পথ খুজে পেতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বেশ কয়কটি গবেষণাপত্র উপাস্থাপন করা হয়।
 
এ দিকে সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশ্বব্যাংক প্রায় ১ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। 
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকে রিসেন্টলি বাংলাদেশের বিষয়ে একটি রিভিউ হয়েছে। এখানে খুবই ভালো রেসপন্স এবং দে আর ভেরি হ্যাপি। এ জন্য তারা বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার তারা অ্যালোকেট করেছে। তারা বাংলাদেশের কোভিড কার্যক্রমের জন্য খুবই সন্তুষ্ট। বিশেষ করে ভ্যাকসিন কার্যক্রমের জন্য।’
তিনি বলেন, ‘এই টাকা বিশ্বব্যাংক ঋণ হিসেবে দেবে। আমাদের নেক্সট ইয়ারের প্রোগ্রাম ক্যারি আউট করার জন্য এ ডলার অ্যালোকেট করা হয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রায় ২০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বা অন্যান্য সহায়তা সরকার দিয়েছে। এর বাইরেও প্রায় ২০ থেকে ২২ হাজার কোটি টাকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে ডিস্ট্রিবিউট করেছি। এত বড় একটি জনগোষ্ঠীকে যে ভ্যাক্সিনেটেড করা গেছে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের যে এক্সপেরিয়েন্সটা সেটা সারা পৃথিবীতে প্রচার করতে চায়। যেহেতু আমাদের প্রাইমারি হেলথ সিস্টেম খুব স্ট্রং, ইপিআই কার্যক্রম, এটা আপনারা জানেন। জাপানেও একটি বড় পত্রিকায় এটা নিয়ে বড় করে রিপোর্টিং হয়েছে। তারাও রিকমান্ড করেছে, বাংলাদেশের মডেলটা নিয়ে অন্য জায়গাগুলোতে ব্যবহার করা যায়।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইনিসিয়ালি অনেকের মধ্যে একটা আনসার্টেইনিটি ছিল। এজন্য বাংলাদেশ সরকার যখন অ্যাস্ট্রেজেনেকার জন্য পে করে তখন অনেকেই এটা নেগেটিভভাবে নিয়েছে। তখনও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাস্ট্রেজেনেকাকে অনুমোদন দেয়নি। তখন বাংলাদেশ কিন্তু চুক্তি করে ফেলেছে। কোভ্যাক্স থেকে আমরা ব্যাপক একটি সহায়তা পেয়েছি। এটা মোর দেন ২০ হাজার কোটি টাকা।
 
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এনায়েত, ইউজিসির অধ্যাপক ড.সাজ্জাদ হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের প্রকল্প পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক।

এমএসএম / এমএসএম

সাবের চৌধুরীর বাসায় ‘রাষ্ট্রদূতদের বৈঠক’, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে’ শুনেই সাংবাদিককে ডেকে প্রশ্ন নিলেন উপদেষ্টা

এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

‘সেফ এক্সিট’র বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

শিশুদের উপর নির্যাতন সবচেয়ে নিকৃষ্টতম কাজ -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রসায়নে নোবেল পেলেন তিনজন

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

জুলাই আন্দোলন না হলে বুঝতেই পারতাম না শিশুরা দেশটাকে এত ভালোবাসে

ডেঙ্গুতে দুজন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৭১৫

পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর