ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ রূপান্তরের শুরু


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৭:৩৮

সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিং উদ্বোধনের মাধ্যমে পদ্মা ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সুষ্ঠু কর্পোরেট শাসন প্রতিষ্ঠায় এই উদ্যোগ আরেকটি মাইলফলক।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বৃহস্পতিবার সেন্ট্রালাইজড ক্লিয়ারিং উদ্বোধন করেন।

দেশের বিভিন্ন ব্যাংকে জমা পড়া পদ্মা ব্যাংকের নিজস্ব চেক গুলো এতদিন একাউন্ট সংশ্লিষ্ট শাখা থেকে ক্লিয়ারিং করা হত। তবে এখন থেকে কেন্দ্রীয়ভাবে তা নিষ্পত্তি করা হবে। হেড অফিসে পেমেন্ট সিস্টেম ইউনিটের মাধ্যমে যাচাইকরণের পর চেক ক্লিয়ারিংয়ে যাবে। এটি অভ্যন্তরীণ ক্লিয়ারিংকে আগের চেয়ে বেগবান ও নিরাপদ করে তুলবে, সেই সঙ্গে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “পদ্মা ব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রাহকদের নিরাপদ পরিষেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকারের শীর্ষে। আগামী দিনে কেন্দ্রীয়করণ রূপান্তরের আরও উদ্যোগ থাকবে”। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস সৈয়দ তৌহিদ হোসেন, পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এসইভিপি সাবিরুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও এসভিপি এএসএম আসাদুল ইসলাম এবং ভিপি ও সিআইটিও মো: মোশাররফ হোসেন খান- সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি

১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার

শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা